ব্রাহ্মণপাড়ায় নারী মাদককারবারী গ্রেফতার

সিটিভি নিউজ।। সৌরভ মাহমুদ হারুন ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি ===================
কুমিল্লার ব্রাহ্মনপাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে দক্ষিন তেতাভূমি গ্রামের কুখ্যাত মাদক সম্রাজ্ঞী ও তিন বছরের সাজা প্রাপ্ত আসামী আমেনা বেগম কে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল ১১ টার সময় ব্রাহ্মনপাড়া থানার উপ-পরিদর্শক মোঃ সবুরের খানের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়৷
পুলিশ জানায়, দীর্ঘদিন যাবত দক্ষিন তেতাভূমি এলাকায় মাদকের রমরমা কারবার চালিয়ে যাচ্ছিল সে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে৷ দীর্ঘদিন যাবত ধরা ছোয়ার বাহিরে থেকে মাদকের রমরমা বানিজ্য চালিয়ে আসছে।
গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ৷
স্থানীয় বাসিন্দারা জানায়, দীর্ঘদিন যাবত আমেনা ও তার সঙ্গীরা ভারত থেকে আসা গাজাঁ, ইয়াবা,ফেনসিডিল সহ অনন্য মাদকের রমরমা বানিজ্য করেছে। তাদের ভয়ে স্থানীয় বাসিন্দারা প্রতিবাদ করতে পারে না৷ পুলিশকে ধন্যবাদ জানাচ্ছি দীর্ঘদিন পর এই মাদক কারবারীকে গ্রেফতার করায়৷
ব্রাহ্মনপাড়া থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় মাদক মামলায় ওয়ারেন্ট রয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো ট্রলারেন্স অব্যাহত রয়েছে৷ মাদক নির্মুলে থানা পুলিশ কাজ করে যাচ্ছে৷। সংবাদ প্রকাশঃ ২৮-০৮-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=