বুড়িচংয়ে ১২ ফুট লম্বা অজগর সাপ আটক, বস্তাবন্দী করে বাড়িতে নিয়ে গেল যুবক,পরে বনে অবমুক্ত

সিটিভি নিউজ।। সৌরভ মাহমুদ হারুন, রিপোর্টার ================= কুমিল্লার বুড়িচং উপজেলার মীরপুর এলাকা থেকে ১২ ফুট লম্বা একটি অজগর সাপ আটক করেছে স্থানীয়রা। বুধবার (২৭ আগস্ট) রাতে উপজেলার ভারতীয় সীমান্তবর্তী বাকশীমূল ইউনিয়নের মীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংলগ্ন একটি কালভার্টের নিচ থেকে অজগরটি উদ্ধার করা হয়। পরে স্থানীয় যুবক আলাউদ্দিন বস্তাবন্দী করে সাপটি নিজ বাড়িতে নিয়ে যায়।

বুধবার রাত ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন ছয়গ্রাম বাজারের হোমিও ডাক্তার মোস্তফা জামাল।

স্থানীয় সূত্রে জানা যায়, কালভার্টের নিচে বিশাল আকৃতির অজগরটি দেখতে পেয়ে এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়ে। পরে যুবক আলাউদ্দিন সাহসিকতার সঙ্গে সেটি ধরে ফেলে। অনেকে তাকে সাপটি বিক্রি করার পরামর্শ দিচ্ছেন।

অবসরপ্রাপ্ত সেনা সদস্য রফিকুল ইসলাম জানান, অজগরটি প্রায় ১২ ফুট লম্বা। সম্ভবত এক বছর আগে সীমান্ত এলাকায় বন বিভাগের কর্মকর্তারা যে অজগর অবমুক্ত করেছিলেন, সেটিই ভেসে এখানে এসেছে। আমি চাই সাপটি আবার বন-জঙ্গলে অবমুক্ত করা হোক।

বুড়িচং উপজেলা বন বিভাগের কালিকৃঞ্চনগর বিট কর্মকর্তা ইয়াজুল বলেন, আমি রাতে অজগর সাপটির বিষয় শুনেছি। সকালে সাপটি উদ্ধার করে অবমুক্ত করা হবে।
উপজেলা বন বিভাগের কর্মকর্তা মোঃ মাহাবুবুর রহমান চৌধুরী বলেন রাতে অজগর সাপ আটককের খবর শুনেছি। বৃহস্পতিবার সকাল ৯ টায় ওই গ্রামের যুবক আলা উদ্দিনের নিয়ন্ত্রণ থেকে সাপটি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ উপজেলার কালি কৃষ্ণনগর বন বিটে অজগর সাপটি আমরা অবমুক্ত করে দেই। সংবাদ প্রকাশঃ ২৮-০৮-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন