যাত্রী বেশি ইয়াবাসহ চোরাকারবাড়ী আটক

সিটিভি নিউজ।। ফরহাদ রহমান রিপোর্টার কক্সবাজার =============কক্সবাজারের টেকনাফ যাত্রীবেশে ইয়াবা পাচারের সময় ২ হাজার ৬৮০ পিস ইয়াবাসহ এক চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার দুপুরে শীলখালী অস্থায়ী চেকপোস্টে এ অভিযান চালানো হয়।
বিজিবি জানায়, টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি সাম্পান পরিবহনের মিনি বাসে তল্লাশির সময় সন্দেহভাজন এক যাত্রীর স্কুল ব্যাগ থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। আটককৃত মো. ইয়াছিন (৩১), দমদমিয়া এলাকার বাসিন্দা।
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি বলেন, সীমান্তে মাদক ও চোরাচালান দমনে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। প্রতিকূল পরিস্থিতিতেও নিয়মিত অভিযান চলছে, ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
বিজিবি সূত্রে জানা গেছে, চলতি বছরের ১ মার্চ থেকে ২৬ আগস্ট পর্যন্ত উখিয়া ব্যাটালিয়নের অভিযানে ১ লাখ ৭৬ হাজারের বেশি ইয়াবা, বিপুল পরিমাণ গাঁজা, বিয়ার এবং দেশি-বিদেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
আটককৃত আসামি ও জব্দ ইয়াবা নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সংবাদ প্রকাশঃ ২৮-০৮-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=