ঝিনাইদহ মহেশপুর সীমান্তে ভারতীয় জাল রুপিসহ বাবা-ছেলে আটক

সিটিভি নিউজ।। মানিক ঘোষ নিজস্ব প্রতিনিধি ==============
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে পাঁচ লক্ষ চার হাজার ভারতীয় জাল রুপিসহ ওলিয়ার শেখ (৫৭) ও তার ছেলে আমান শেখ (৫) কে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (২৬ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার খোসালপুর সীমান্ত এলাকা থেকে তাদের আটক করে ৫৮ বিজিবির সদস্যরা। বুধবার (২৭ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান।
আটককৃত ওলিয়ার শেখ বাগেরহাট জেলার কান্দাপাড়া বেশরগাতী গ্রামের শামসুল হকের ছেলে। তিনি দীর্ঘদিন ভারতের বিহারে বসবাস করে দর্জির কাজ করতেন। ২০১৭ সালে তিনি বিহারের আরাবিয়া থানার মুসলিম বস্তির মোছা. ববিয়াকে বিয়ে করেন।
বিজিবি জানায়, খোসালপুর সীমান্ত পিলার ৬০/১০৫-আর থেকে প্রায় ৯০০ গজ ভেতরে তাদের আটক করা হয়। ওলিয়ার শেখের স্বীকারোক্তি অনুযায়ী, তিনি বাগেরহাট সদর উপজেলার মারুফ নামের এক ব্যক্তির কাছ থেকে ৬০ হাজার টাকায় জাল রুপি কিনেছিলেন।
আটককৃত ওলিয়ার শেখকে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে বলে জানান বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান। সংবাদ প্রকাশঃ ২৭-০৮-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=