২০লাখ টাকা দিলেই আমাদের জমি ফিরিয়ে দেবে বিএনপি নেতা জীবন মিয়া=অভিযোগ করেছেন নাজমূল হাসান মহসীন

সিটিভি নিউজ।। আমাদের জমি জোর করে দখল করে দেয়াল নির্মান করেছে বিএনপি নেতা জীবন মিয়া এমন অভিযোগ করে সাংবাদিক সম্মেলনে রাখেন সদর দক্ষিণ উপজেলার কুমিল্লা সিটি এলাকার ২২ নং ওয়ার্ডের শ্রীবল্লব পুর এলাকার মোঃ নাজমূল হাসান মহসীন। তিনি আজ ২৩ আগষ্ট সকালে কুমিল্লা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে অভিযোগ করে বলেন, আমাদের পূর্ব পুরুষের রেখেযাওয়া ৫শতক ভূমি ঐ এলাকার স্থানীয় বিএনপি নেতা জীবন মিয়া ও তার লোকজন। বিরোধকৃত জমির বর্তমানে আনুমানিক মূল্য প্রায় এক কোটি টাকা। জমিটি জোর করে দখলে রেখেছে জিবন মিয়া। ঐ জমি উদ্ধার করতে হলে ২০লাখ টাকা দিতে হবে তাদেরকে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মৃত আব্দুল হাকিমের ওয়ারিশগণের মধ্যে উপস্থিত ছিলেন মৃত আব্দুল বারেকের ওয়ারিস মোঃ মহসিন, আব্দুর সাদেক, আব্দুল মালেক, আব্দুল মান্নান, ইকবাল হোসেন ও সালমা আক্তার।

সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মোঃ নাজমূল হাসান মহসীন, পিতাঃ মৃত আঃ বারেক, সাং- শ্রীবল্লভপুর, ২২নং ওয়ার্ড, কুমিল্লা সিটি কর্পোরেশন, সদর দক্ষিণ, কুমিল্লা। নাজমূল হাসান মহসীন বলেন, আমি এবং আমার বাপ চাচাদের ৫০ পঞ্চাশ শতক জমি উত্তারামপুর মৌজার পল্লীবিদ্যুৎ সমিতির ৩৫০ মিটার পশ্চিমে ২২নং ওয়ার্ড এর পাকা রাস্তার উত্তর পার্শ্বে অবস্থিত। উক্ত ভূমি আমাদের বাড়ী হইতে আধা কি:মি: দূরে অবস্থিত। আমরা স্থায়ী ভাবে কুমিল্লা শহরে এবং পূর্বে চাকুরি করার সুবাধে চট্টগ্রাম বাসবাস করার কারনে উক্ত ভূমি পূর্ণ এবং পশ্চিম অংশে প্রায় ৬শতক ভূমি উত্তর রামপুর নিবাসী মৃত আবদুল হালিমের পুত্র মো: জীবন মিয়া এবং তার মা সায়েরা বেগম এবং স্ত্রী পান্না বেগম গং জোর পূর্বক বেদখল করে নেওয়ায় মোকাম কুমিল্লার চৌদ্দগ্রাম সিংসহকারী জজ আদালতে ২৪৪/২৪নং দেওয়ানী মোকদ্দমা চলমান আছে। উক্ত ভূমির পূর্বাংশে মামলায় নালিশি ভূমির অংশের সাথে নতুন করে ঐ জীবন মিয়া গং আইনকে বৃদ্ধাংগুলী দেখাইয়া আরো অতিরীক্ত প্রায় ১ শতক জায়গা পূণরায় উত্তরে দক্ষিনে প্রায় ১১০/-০০০ নতুন ওয়াল নির্মাণ করে দখল করে নেয়। উক্ত বিষতে গত ১৯/০৮/২০২৫ইং রোজ মঙ্গলবার সন্ধার সময়ে লোক মারফতে আমরা জানতে পাই। তাই পরদিন ২০/০৮/২০২৫ইং রোজ বুধবার আনুমানিক সকাল ৮:০০ টার সময় উক্ত বিষয়ে জানার জন্য আমাদের ঐ জমির অবস্থানে যাইয়া সরে জমিনে তার সত্যতা দেখতে পাই ঐ মুহুর্তে জীবন মিয়া ঘর থেকে বাহির হয়ে আসে। আমরা নতুনকরে আমাদের জমি দখল করে পুণরায় ওয়াল নির্মান করার কারন জীবন মিয়ার নিকট জানতে চাইলেই তিনি জীবন মিয়া তার পারিবারিক লোকজন সহ অজ্ঞাত ১০/১৫ জন সন্ত্রাসীরা সাবল, না, রড, লাঠি এবং দেশীয় অস্ত্র সহ আমাদের উপর পরিকল্পিত ভাবে হামলা করতে উদ্বুদ্ধ হয়। আমি এবং আমার চাচা (মোঃ আব্দুল ছাদেক) প্রানের ভয়ে উক্ত স্থান ত্যাগ করি। স্থান ত্যাগ করে আসার পূর্ব মূহুর্তে জীবন মিয়া আমাদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং বলতে থাকেন ঐ জায়গা সংক্রান্ত ব্যাপারে আবার আসলে গুলি করে মেরে ফেলবো ভীতি সন্ত্রস্ত প্রদর্শন করেন। ঐ সময়ে আরো বলতে থাকেন আমি জীবন মিয়া বেঁচে থাকতে এই জায়গা উদ্ধার করতে হলে আমাকে বিশ লক্ষ টাকা দিবি না হয় গুলি করে প্রানে মাইরা ফেলবো। এখানেই ক্ষান্ত নয় প্রকৃত ঘটনা আড়াল করার জন্য পরবর্তীতে আমরা জানতে পারি যে, ঐ নির্মাণাধিন ওয়ালটি তারা নিজেরা ভেঙ্গে আমাদের উপর পরিকল্পিত ভাবে দোষ চাপানো সহ একটি ভিত্তিহীন অভিযোগ দায়ের করেন এবং ভিবিন্ন মিডিয়ায় ভিতিহীন অপপ্রচার চালাছেন যাহা আমাদের মান-সম্মান ও আত্মমর্যাদা বোধকে হেও প্রতিপন্ন করে।
এমতাবস্থায় আমি দেশের সম্মানিত সাংবাদিক ও মিডিয়া ভাইদের কাছে প্রকৃত ঘটনাটি প্রকাশ করলাম। যাতে উক্ত ভূমি দস্যু জীবন মিয়া গং-রা বেআইনিভাবে ষড়যন্ত্র ও বিভিন্ন অপকৌশল দিয়ে প্রতারনা করতে না পারে। প্রকৃত ঘটনা আড়াল না করতে পারে। আমি দেশের স্বনাম ধন্য সাংবাদিক ভাইদের মাধ্যমে প্রকৃত ঘটনা প্রকাশের মাধ্যমে সরকার ও প্রশাসনের নিকট সুবিচার প্রার্থনা করি এবং ভূমি দস্যু জীবন মিয়া ও তার সন্ত্রাসী বাহিনীদের আইনের আওতায় আনার জন্য জোর দাবী জানাছি।
সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ প্রসঙ্গে জীবন মিয়াকে ফোন করে জানতে চাইলে জীবন মিয়া জানান,মোহসিনের অভিযোগ সত্য নয়। এই জমি আমরা অন্য একলোকের কাছ থেকে কিনেছি।
সংবাদ প্রকাশঃ ২৩-০৮-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন