শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী উদযাপিত

সিটিভি নিউজ।। মোঃ নাজমুল ইসলাম (মিলন) দিনাজপুর প্রতিনিধি -== দিনাজপুরের বীরগঞ্জে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য ফ্রন্ট বীরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে ১৬ আগস্ট শনিবার সকাল ১১ টায় কেন্দ্রীয় শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বীরগঞ্জ কেন্দ্রীয় মহানাম যজ্ঞানুষ্ঠান অঙ্গনে গিয়ে শেষ হয়। পরে উপজেলা জন্মাষ্টমী উদযাপন কমিটির উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় উপজেলা জন্মাষ্টমী উদযাপন কমিটির সভাপতি বীরেন্দ্র নাথ রায় এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ কৃষক দল কেন্দ্রীয় কমিটির সদস্য, দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মোঃ মনজুরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী এর দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের মনোনীত প্রার্থী মোঃ মতিউর রহমান, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জাকির হোসেন ধলু, পৌর বিএনপির সভাপতি আমিরুল বাহার, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য ফ্রন্ট বীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মনোজ কুমার রায়, নিজপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস প্রমুখ।
বিশেষ এই ধর্মীয় অনুষ্ঠানে সকল বক্তারা শ্রীকৃষ্ণের আদর্শিক জীবনাচরণ ও তার বাণীকে অনুসরণ করে সমাজে কল্যাণ ও ন্যায় প্রতিষ্ঠার আহ্বান জানান। অনুষ্ঠান জুড়ে উপজেলার সনাতন সম্প্রদায়ের ভক্তবৃন্দের বিপুল অংশগ্রহণে ছিলো উৎসবমুখর পরিবেশ। সংবাদ প্রকাশঃ ১৭-০৮-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=