চান্দিনা উপজেলায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

সিটিভি নিউজ।। এটিএম মাজহারুল ইসলাম, সংবাদদাতা জানান==== কুমিল্লা চান্দিনা উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ২০২৫ সালের এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১৪ আগষ্ট ২০২৫ই) বিকালে চান্দিনা পৌর কমিউনিটি সম্মেলন কক্ষে কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা সনদ ও ব্যাগ প্রদান করেন। এসময় ১৯টি বিদ্যালয় থেকে ১৫৩ জন, ৯টি মাদ্রাসা থেকে ১০জন এবং ৩টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১৩জন জিপিএ-৫ প্রাপ্তদের ফুল দিয়ে বরন সহ সংবর্ধিত করা হয়। চান্দিনা উপজেলায় ৩১টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন ১৭৬ জন। তারমধ্যে চান্দিনা উপজেলায় গোল্ডেন জিপিএ-৫ পেয়ে প্রথম স্থান অর্জন করেছেন বরকইট উদয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আনিসা নূর নাবিলা।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আশরাফুল হক এর সভাপতিত্বে এবং চান্দিনা ডা. ফিরোজা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সহকারি শিক্ষক কাউসার হোসেনের সঞ্চালনায় বক্তৃতা দেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নুর, থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জাবেদ উল-ইসলাম, উপজেলা কৃষি অফিসার মো. মোরশেদ আলম, উপজেলা প্রকৌশলী মো. রাকিবুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ইকবাল হাছান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও সভাপতিবৃন্দ।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আশরাফুল হক বলেন- শিক্ষার্থীদের একটি উন্নত ভবিষ্যতের জন্য তাদের শিক্ষার মানোন্নয়ন করা খুবই জরুরি। এর জন্য প্রয়োজন সঠিক দিকনির্দেশনা, উপযুক্ত পরিবেশ এবং শিক্ষার্থীদের আগ্রহ ও প্রয়োজন অনুযায়ী শিক্ষার ব্যবস্থা করা। শিক্ষার মান উন্নয়নের জন্য স্কুল শিক্ষক, শ্রেণি শিক্ষক, ম্যানেজিং কমিটি ও অভিভাবক সকলে মিলে শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি নজর রাখতে হবে। শিক্ষার্থীরা যেন ভালোভাবে লেখাপড়া করে উন্নত শিখরে পৌঁছতে পারে। এসময় তিনি সকল শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। সংবাদ প্রকাশঃ ১৫-০৮-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=