দেবীদ্বারে চাঁদাবাজীর মামলায় ছাত্রদল নেতা আটক

সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার ঃ দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি/=======================
কুমিল্লার দেবীদ্বারে এক ব্যবসায়ির কাছ থেকে ধার্যকৃত মাসোহারার টাকা দিতে অস্বীকৃতি জানালে, ওই ব্যবসায়িকে প্রাণ নাশ ও তার স্কুল পড়ুয়া মেয়েকে অপহরণের হুমকীর অভিযোগে দায়ের করা মামলায় ওবায়দুল ইসলাম হৃদয়(২৫) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে তাকে কুমিল্লা কোর্ট হাজতে প্রেরন করা হয়। এর আগে বৃহস্পতিবার (১৪ আগস্ট) দিবাগত মধ্যরাতে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
ভোক্তভোগি ওই ব্যবসায়ী আমির হোসেন, কলেজ রোডের উপজেলা পরিষদ গেইটের সামনে কম্পিউটার টাইপিং এর ব্যবসা করেন। তিনি বাদী হয়ে ওবায়দুল ইসলাম হৃদয়কে এজহারভূক্ত আসামী করে এবং অজ্ঞাতনামা আরো ৮/১০ জনকে অভিযুক্ত করে দেবীদ্বার থানায় একটি চাঁদাবাজী ও জীবন নাশের হুমকীর অভিযোগে মামলা দায়ের করেন। আমির হোসেন দেবীদ্বার পৌরসভার ফতেহাবাদ গ্রামের মৃত: আব্দুস সোবহান এর পুত্র।
আটক ওবায়দুল ইসলাম হৃদয় দেবীদ্বার উপজেলার গুনাইঘর গ্রামের হাজী সামাদের বাড়ির মো. জাহাঙ্গীর আলমের পুত্র। হৃদয় দেবীদ্বার পৌর ছাত্রদল শাখার সাবেক যুগ্ম-সাধারন সম্পাদক ও এস,এ, সরকারী কলেজের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।
ভোক্তভোগি ব্যবসায়ী আমির হোসেন জানান, ৫ আগস্টের পর থেকে ছাত্রদল নেতা ওবায়দুল ও অজ্ঞাত আসামীদের নিয়ে তার কাছে প্রতিদিন ৫ শত টাকা করে চাঁদা দাবী করেন। নিয়মিত টাকা না দিতে পারায় নানা ভাবে হুমকী দিত। মোবাইলে মেসেজের পর মেসেজে বিভিন্ন ভাবে হুমকী দিত। পরে মাসিক ১৫ হাজার টাকা ধার্য করে দেন ওবায়দুল। টাকা দিতে অস্বীকৃতি জানালে জীবন নাশের হুমকীই নয়, অষ্টম শ্রেণীতে পড়ুয়া মেয়েকে অপহরণের হুমকী দেয়। সেই থেকে নিরাপত্তাহীনতায় মেয়েকে স্কুলে আসা বন্ধ করে দেয়। ব্যবসা প্রতিষ্ঠানেও মাঝে মাঝে ভয়ে না আসলে, মাসোহারার টাকার জন্য দলবল নিয়ে বাড়িতে যেয়ে রাতে দিনে দরজা- জানালায় পিটিয়ে, গালমন্দ করে আতঙ্ক সৃষ্টি করতে থাকে। বিষয়টি কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক ব্যারিস্টার রিজভিউল আহসান মূন্সীকে জানালে তার নির্দেশে থানায় মামলা করি।
অভিযুক্ত ওবায়দুল ইসলাম হৃদয় জানান, আমাকে ফাসানো হয়েছে। তবে মোবাইলে মেসেস ও বাড়িতে যেয়ে হুমকী দেয়ার বিষয়টি স্বীকার করে বলেন, এসব ফান করে করেছি।
এ ব্যাপারে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক ব্যারিস্টার রিজভিউল আহসান মূন্সী জানান, চাঁদাবাজদের সাথে কোন আপোষ নেই, সে যেই হোক। আমির হোসেন অভিযোগ করলে আমি পুলিশকে বলে দিয়েছি, চাঁদাবাজদের পক্ষে যারা সুপারিশ করবে, তাদেরও আইনের আওতায় আনতে।
দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ বলেন, ওবায়দুল নামে এক সাবেক ছাত্রদল নেতা ব্যবসায়ি আমির হোসেনের কাছ থেকে নিয়মিত চাঁদা দাবী করত, অনেকদিন বিকাশে দাবীকৃত টাকা পরিশোধ করেছে। মাঝে মাঝে টাকা না দিলে নানাভাবে জীবন নাশের হুমকীসহ তার মেয়েকে তুলে নেয়ারও হুমকী দিত। এসব উগ্র বক্তব্যের মেসেজের ও বিকাশে টাকা পাঠানোর মেসেজের স্ক্রীন শর্টগুলো যাচাই বাছাই করে ওবায়দুলকে আটক করে কুমিল্লা কোর্ট হাজতে প্রেরন করা হয়েছে।
ছবির ক্যাপশনঃ দেবীদ্বারে চাঁদাবাজীর মামলায় আটক ছাত্রদল নেতা ওবায়দুল ইসলাম হৃদয়(২৫)’র থানা থেকে তোলা ছবি। সংবাদ প্রকাশঃ ১৫-০৮-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=