ধামঘর ইউনিয়নে অসহায় নারীদের হাতে সেলাই মেশিন।।স্বনির্ভরতার নতুন স্বপ্ন

ক্যাপশন: ধামঘর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে উপকারভোগী নারীদের হাতে সেলাই মেশিন তুলে দিচ্ছেন ইউনিয়ন পরিষদের নেতৃবৃন্দ।
সিটিভি নিউজ।। এম ফয়জুল ইসলাম ফয়সাল, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
গ্রামের মাটিতে বোনা হলো নতুন স্বপ্নের বীজ—দুঃখ-দুর্দশার মধ্যে থাকা নারীদের হাতে পৌঁছে গেল কর্মসংস্থানের হাতিয়ার। স্থানীয় সরকারের উন্নয়ন সহায়তা (এডিপি) থেকে উপজেলার অন্যান্য ইউনিয়নের মতোই গতকাল ১৩ই আগস্ট (বুধবার) ১৬নং ধামঘর ইউনিয়নে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়।

ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওলিউল্লা, ফিরোজ মেম্বার, গিয়াস মেম্বার, রশিদ মেম্বার, দুলাল মেম্বার, আলমগীর মেম্বার, মহিলা মেম্বার নূরজাহান বেগম ও পারভীন আক্তার, ইউপি সচিব নাইমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সেলাই মেশিন গ্রহণ করেন রমিজ উদ্দিন কবিরাজের স্ত্রী কুলসুম, বশির আহম্মেদের স্ত্রী রাবিয়া আক্তার এবং মৃত আবুল হোসেনের স্ত্রী সুফিয়া বেগমসহ আরও অনেকে। তাদের কারও রয়েছে ছোট ছোট সন্তান, কারও আবার একাই সংসার চালানোর লড়াই।

সেলাই মেশিন হাতে নিয়ে চোখে জল নিয়ে সুফিয়া বেগম বলেন, “স্বামী নেই, চার ছেলেকে বড় করতে একাই হিমশিম খাচ্ছি। আগে কাজ খুঁজতে অন্যের বাড়ি যেতে হতো, এখন এই মেশিন দিয়ে ঘরে বসেই কাপড় সেলাই করে আয় করতে পারব। এটা শুধু মেশিন না—আমার বেঁচে থাকার ভরসা।”

ইউপি সচিব নাইম বলেন, “আমরা শুধু মেশিন দিয়েই থামব না। যাদের এই সহায়তা দেওয়া হয়েছে, তাদের জন্য আমরা প্রশিক্ষণ এবং বাজারে কাজ পাওয়ার ব্যবস্থা করব, যাতে তারা দীর্ঘমেয়াদে স্বাবলম্বী হতে পারেন।”

ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওলিউল্লা বলেন, “অন্তবর্তী সরকারের আমলে আমরা সুষ্ঠুভাবে মানুষের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করতে পেরেছি। ভবিষ্যতেও প্রতিটি সহায়তা সুষমভাবে বণ্টন করা হবে।”

ধামঘরের এই ছোট্ট আয়োজন শুধু কয়েকটি মেশিন বিতরণ নয়, এটি একেকটি পরিবারের ভবিষ্যৎ গড়ে তোলার শুরু। যখন একজন নারী আয় করতে শুরু করেন, তখন সেই আলো তার সন্তান ও পুরো সমাজে ছড়িয়ে পড়ে—এটাই এই উদ্যোগের আসল সাফল্য। সংবাদ প্রকাশঃ ১৩-০৮-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন