ব্রাহ্মণপাড়ায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসে বিভিন্ন কর্মসূচি পালন

সিটিভি নিউজ।। মোঃ অপু খান চৌধুরী।। কুমিল্লা সংবাদদাতা জানান=====
‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’ এই প্রতিপাদ্যে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উপলক্ষ্যে র্যালি, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১১ টায় ব্রাহ্মণপাড়া উপজেলা যুব উন্নয়ন অধিদফতরের আয়োজন, একটি র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মিলনায়তনে যুব দিবসের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান বলেন, যুবসমাজ একটি জাতিকে বদলে দিতে পারে। যুব সমাজ যদি দেশ ও জাতির কল্যাণে কাজ করে সে জাতি উন্নতির শিখরে উঠতে বেশি সময় লাগবে না। আমাদের সবার উচিত যুবসমাজকে সকল ভাল ও দেশের উন্নয়ন কাজের সম্পৃক্ত করা। তিনি আরো বলেন, আজকের যুব সমাজ আগামী দিনের দেশের নেতৃত্ব দিবে।
সভায় সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শাকিল এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণপাড়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম আযম।
এ সময় উপস্থিত ছিলেন, কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ মাসুদ রানা, মৎস্য কর্মকর্তা রাকিব হাসান, সমাজসেবা কর্মকর্তা বিল্লাল হোসেন চৌধুরীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, যুব পুরুষ ও মহিলাগণ। সভা শেষে প্রশিক্ষণপ্রাপ্ত ২৬ জন যুব পুরুষ ও যুব মহিলাদেরকে আত্মনির্ভরশীল হওয়ার লক্ষ্যে ৩১ লক্ষ ৮০ হাজার টাকা (চেক) যুবঋণ বিতরণ করা হয়। সংবাদ প্রকাশঃ ১৩-০৮-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=