দেবীদ্বারঃ এমপিওভূক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার, দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি/==============
এমপিওভূক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে বাংলাদেশ এমপিওভূক্ত শিক্ষা জাতীয়করণ জোটের ১৩ আগস্টে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ সফল করতে দেবীদ্বারে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টায় দেবীদ্বার ইসলামিয়া ফাযিল (ডিগ্রী) মাদ্রাসায় স্কুল, কলেজ ও মাদ্রাসা অধ্যক্ষরা ওই সভা করেন।
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরামের মহাসচিব ও দেবীদ্বার ইসলামিয়া ফাযিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আলাউদ্দিনের সভাপতিত্বে ও চরবাকর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আব্দুল হালিমের পরিচালনায় ওই সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরামের কুমিল্লা জেল শাখার সভাপতি মোঃ আবু ইউছুফ, জয়পুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আলমগীর, দেবীদ্বার মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আবুল কালাম আজাদ, খলিলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম, মরিচাকান্দা জিয়া স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নান্নু মিয়া, মোহাম্মদপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোঃ মহিউদ্দিন মুন্সী, ভোবানীপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ আবু মুছা, বাগমারা আলীম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবদুর রাজ্জাক, চন্দ্রনগর দাখিল মাদ্রাসার অধ্যক্ষ আবদুল কাদের ও গোপালনগর দাখিল মাদ্রাসার সহকারি মৌলভী মাওলানা বশিরুল আলম প্রমুখ। সংবাদ প্রকাশঃ ১১-০৮-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=