চৌদ্দগ্রামে পুকুরে বিষপ্রয়োগ করে ব্যবসায়ির মাছ নিধন

সিটিভি নিউজ।। মনোয়ার হোসেন, কুমিল্লা সংবাদদাতা জানান ====: কুমিল্লার চৌদ্দগ্রামে স্বপ্ন এগ্রো নামে একটি পুকুরে বিষপ্রয়োগ করে এক ব্যবসায়ির প্রায় ৩ লক্ষ টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। এ ঘটনাটি ঘটেছে রবিবার বিকেলে উপজেলার গুনবতি ইউনিয়নের বুধরা গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে, ব্যবসায়ি মোঃ আমান উল্লাহ হৃদয় বাড়ির পাশে অবস্থিত একটি পুকুরে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছেন। রবিবার যে কোন সময় কে বা কারা তার পুকুরে বিষপ্রয়োগ করে। এতে পুকুরে থাকা মাছগুলো মরে ভেসে উঠতে দেখে এলাকাবাসি। পরে খবর পেয়ে ব্যবসায়ি আমান উল্লাহ হৃদয় স্থানীয়দের সহায়তায় মরা মাছগুলোকে বিভিন্ন জাল দিয়ে টেনে উপরে তুলে আনেন।

ব্যবসায়ি আমান উল্লাহ হৃদয় জানান, আমি গত কয়েক বছর আগে স্থানীয় একটি জনতা ব্যাংক থেকে ঋণ নিয়ে মাছ চাষ আরাম্ভ করি। পুকুরে বিভিন্ন জাতের রুই, কাতল, মৃগেল, পাঙ্গাশ, কালি বাউশ ও তেলাপিয়া সহ দেশীয় জাতীয় মাছ ছিল। সব সময় পুকুরের চাষকৃত মাছগুলোকে পরিমানমত খাবার ও পরিচর্যা করে আসছি। অল্প কিছুদিনের মধ্যে মাছগুলো উপজেলার বাজারগুলোতে সর্বরাহ করার জন্য চিন্তাভাবনা করছি। কিন্তু রবিবার বিকেলে আমার সেই আশা দুর্বৃত্তরা মাটির সাথে মিশিয়ে দিল। পরে আমাকে স্থানীয় লোকজন পুকুরে মাছ মরে ভেসে থাকতে দেখে আমাকে খবর পাঠায়। ব্যবসায়ি আমান উল্লাহ হৃদয় কান্নাজড়িত কন্ঠে সাংবাদিকদের আরো জানান, কারো সাথে আমার কোন শত্রুতা নেই। জীবনে আমি কারো ক্ষতি করিনি। কেন তারা কষ্টার্জিত পুকুরে বিষ প্রায়াগ মাছগুলো মারলো। কি অপরাধ করেছে মাছগুলো। তিনি প্রশাসন ও সরকারের কাছে এর উপযুক্ত বিচার চান।

এই বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দীন বলেন, পুকুরে বিষপ্রয়োগ করে মাছ নিধনের খবরটি কেউ আমাদেরকে জানায়নি। তবে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সংবাদ প্রকাশঃ ১১-০৮-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন