সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে মুরাদনগরে সাংবাদিক সমিতির মানববন্ধন

সিটিভি নিউজ।। এন এ মুরাদ, মুরাদনগর সংবাদদাতা জানান ====== গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন’কে প্রকাশ্য কু’পিয়ে হত্যার বিচারের দাবিতে
মানববন্ধন করেছে বাংলাদেশ সাংবাদিক সমিতি মুরাদনগর উপজেলা শাখা রবিবার (১০ আগস্ট ) কুমিল্লা -সিলেট আঞ্চলিক মহাসড়কের কোম্পানীগঞ্জে
এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সাংবাদিক সমিতির সদস্য নাজমুল হাসানের সঞ্চালনায় ও সাংবাদিক সমিতির সহ-সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ সাংবাদিক সমিতি মুরাদনগর উপজেলা শাখার সভাপতি এন এ মুরাদ। তিনি বলেন, ” গাজীপুরে প্রকাশ্যে আসাদুজ্জামান তুহিন হত্যাই প্রমাণ করে এখনো আমরা স্বাধীন হতে পারেনি। পতিত হাসিনা সরকার যেমন গণমাধ্যমের বাকস্বাধীনতা কেড়ে নিয়ে সাংবাদিক খুন ঘুমে জড়িত ছিলো। বর্তমান পরিস্থিতিও তেমন।
গাজীপুরে সাংবাদিক তুহিন শুধু পেশাগত দায়িত্ব পালন করছিলেন। আর এতে ক্ষুব্ধ হয়ে
তাঁকে কুপিয়ে হত্যা করা হয়। এটি খুবই নিন্দনীয়। এ হত্যা আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির অশনি সংকেত। সারাদেশে সাংবাদিকের ওপর হত্যা ও নির্যাতন বেড়ে গেছে। এগুলো করে গণমাধ্যমকে দাবিয়ে রাখা যাবেনা। তিনি অরো বলেন, সাগর রুণির মতো অন্তহীন তদন্ত চাইনা আমরা। তুহিন হত্যার বিচারকে তদন্তের গেঁড়াকলে দীর্ঘায়ীত না করে দ্রুত সময়ে অটকৃত আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যাবস্থা করতে হবে ”।
মানববন্ধনে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক সমিতির মুরাদনগর উপজেলা শাখার সাধারণ সাধারণ সম্পাদক ও যুগান্তর প্রতিনিধি জালাল আহমেদ,
জালাল আহমেদ বলেন, সারাদেশে সাংবাদিক সুরক্ষা আইন করে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আসাদুজ্জামান তুহিন ছিলো আমাদের সহকর্মী। তুহিন হত্যায় যারা
জড়িত তাঁদের দৃষ্টান্ত মূলক বিচার না হলে আমরা বড়ধরনের আন্দোলন করতে বাধ্য হবো।
এতে আরো বক্তব্য রাখেন, সাংবাদিক সমিতি মুরাদনগর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক এম ফয়জুল ইসলাম, যুগ্ব সাধারণ সম্পাদক বিল্লাল হোসাইন, সহ সভাপতি আবুল বাশার, সহ সভাপতি আক্তার হোসেন ভূইয়া, সাংবাদিক মো. ইউনুছ মিয়া, মিজানুর রহমান ও সুজন মুন্সি প্রমুখ।
এছাড়াও মানববন্ধনে উপস্থিত ছিলেন বিভিন্ন সংগঠনের সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ। ### সংবাদ প্রকাশঃ ১০-০৮-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন