জুলাই গণঅভ্যুত্থানে আহত নিহতদের স্মরনে ইনকিলাব মঞ্চের আলোচনা সভা ও দোয়া

সিটিভি নিউজ।। সংবাদদাতা ।। গত ৬ আগষ্ট বুধবার কুমিল্লার ইপিজেড পকেট গেইট সংলগ্ন আজিজুল উলুম মাদ্রাসা ও এতিমখানায় জুলাই গণঅভ্যুত্থানে আহত নিহতদের স্মরনে “কোটা না মেধা: এক রক্তস্নাত অধিকারের সংগ্রাম” শীর্ষক আলোচনা সভা ও দোয়ার আয়োজন করে ইনকিলাব মঞ্চ কুমিল্লা।

ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল মাহমুদ ভূইয়া রাসেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ইনকিলাব মঞ্চের আহবায়ক গোলাম মুহা সামদানী, বিশেষ অতিথি ছিলেন অত্র মাদরাসার মুতামিম হযরত মাওলানা আজিজুল হক ভূইয়া, হাফেজ মাওলানা মাসুদ আলম, বিশিষ্ট সমাজসেবক আজাদ ভূইয়া, যুগ্ম আহবায়ক মো. আরিফুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে জি এম সামদানী বলেন, ক্ষমতার মোহে অন্ধ ও চরম অহংকারী হয়ে শেখ হাসিনা কোটা নিয়ে জাতির সাথে উপহাস করতে চেয়েছিল। সৃষ্টিকর্তা মহান আল্লাহর ইচ্ছায় তাঁর অহংকারের চরম শিক্ষা অবধারিত হয়ে পড়ে। ফলে জঘন্যতম নৃশংস হত্যাকাণ্ড চালিয়েও তার শেষ রক্ষা হয়নি। জুলাইয়ের নির্মমতা স্মরণ করে তিনি বলেন, এ গণহত্যা পৃথিবীর যে কোন পৈশাচিক দু:শাসনের ইতিহাসকে ম্লান করেছে। গুম, খুন, লুটপাট, হেলিকপ্টার থেকে গুলি, কারফিউ জারিসহ সবধরনের অত‍্যচার চালিয়ে জনগণকে দমন করার চেষ্টা হয়েছে। জুলাই ৩৬ দিনের নৃশংসতা যেই দেখবে সে-ই বলবে, বিশ্বে শেখ হাসিনার চাইতে নির্দয় নারী ঘাতক আর হতে পারে না। তিনি শেখ হাসিনাসহ সকল খুনী ও সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

তিনি বলেন, এতো ত্যাগ ও রক্তের বিনিময়ের পর দেশে যদি কোন সংস্কার না হয়, আগের ফ্যাসীবাদি ব্যবস্থাই যদি চলতে থাকে তাহলে শহীদদের স্বজন কিংবা আহত, পঙ্গুত্ববরণকারীদের আমরা কি জবাব দিবো। রাষ্ট্র সংস্কার যদি সম্ভব না হয়, আবারো নতুন কোন ফ্যাসীবাদের কবলে পড়ি তাহলে আমার ভয় হয়, দেশ একটা গভীর অন্ধকারে ঢেকে যাবে। তিনি সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ ভাবে দেশ গঠনের আহবান জানিয়ে বলেন, আমরা এই গণঅভ্যুত্থান যদি ধরে রাখতে না পারি এর ভুক্তভোগী আপনাদেরই হতে হবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন যুগ্ম সদস্য সচিব বিল্লাল হোসাইন, শিল্প সাহিত্য বিষয়ক সম্পাদক রাসেল আহমেদ, পাঠচক্র বিষয়ক সম্পাদক আসলাম সিদ্দিকী, দপ্তর সম্পাদক ওমর ফারুক আফজাল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সালেহ ইব্রাহিম, সমাজ কল্যাণ সম্পাদক আব্দুস সালাম শাহিন, নাজমুল হাসান রায়হান, পারভেজ আহমেদ, মিজানুর রহমান সহ মহানগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ।
সংবাদ প্রকাশঃ ০৭-০৮-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন