গনঅভ্যুত্থান দিবসে সচেতন রাজনৈতিক ফোরাম, কুমিল্লা পক্ষ থেকে শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা।

সিটিভি নিউজ।। আজ ৫ ই আগস্ট গনঅভ্যুত্থান দিবসে সচেতন রাজনৈতিক ফোরাম, কুমিল্লার উদ্যোগে সকাল ১০ টায় গত বৎসর ৪ঠা আগষ্ট কুমিল্লার ঢাকা চট্টগ্রাম মহা সড়কে সরকারি পেটোয়া বাহিনীর হাতে শহীদ পদুয়ার বাজার রামপুর গ্রামের নবম শ্রেণির ছাত্র মাসুম মিয়া শহীদ হন। দেশের গনতান্ত্রিক আন্দোলনে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মাসুমের কবরে সচেতন রাজনৈতিক ফোরাম কুমিল্লার প্রধান সমন্বয়ক ড.শাহ মো: সেলিম এর নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। শহীদের দাদা আয়াত আলী ও ছোট ভাই মাফুজ মিয়া উপস্হিতিতে অন্যান্যের মাঝে কল্যান পার্টির কেন্দ্রীয় সহসভাপতি সাইদুর রহমান তামান্না, ভাসানী ন্যাপ নেতা মোহাম্মদ আলী কিসমত, সাংস্কৃতিক সংসদ এর সভাপতি আবুল কাসেম, নারী নেত্রী শাহানা হক, সাবেক ছাত্র নেতা রেজাউল করিম মেজবাহ, বৈষম্য বিরোধী ছাত্র নেতা রাসেল খান সহ অন্যান্য নেতৃবৃন্দ। শহীদের দাদা ফাতেয়াসহ মোনাজাত পরিচালনা করেন।
সন্ধ্যা ৭.৩০ টায় যুব ইউনিয়ন কার্যালয়ে দিবসের স্মরণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ফোরামের প্রধান সমন্বয়ক ড. শাহ মোঃ সেলিম, পরিচালনা করেন বিপ্লব মজুমদার। শুরুতেই শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।কুমিল্লায় আন্দোলনের স্মৃতি কথা তুলে ধরে বক্তব্য রাখেন সচেতন রাজনৈতিক ফোরাম সমন্বয়ক শেখ আবদুল মান্নান, মুক্তিযোদ্ধা মো: আলাউদ্দিন , কল্যান পার্টির কেন্দ্রীয় সহসভাপতি সাইদুর রহমান তামান্না, রেজাউল করিম, ভাসানী ন্যাপ এর মো: আলী কিসমত, সাংস্কৃতিক সংসদ এর সভাপতি আবুল কাসেম, ইকবাল হোসেন, সাবেক ছাত্র রেজাউল করিম মেজবাহ, যুবনেতা বোরহান উদ্দিন, সাংস্কৃতিক সংগঠক সেলিনা আক্তার।
আলোচনা শেষে গন সংঙ্গীত পরিবেশন করেন, সেফাল মজুমদার,নক্ষত্র চক্রবর্তী প্রমূখ। সংবাদ প্রকাশঃ ০৫-০৮-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=