না’গঞ্জে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের ওয়ারেন্টেভুক্ত আসামী নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মেকলিন গ্রেপ্তার

সিটিভি নিউজ,এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ও সাবেক এমপি শামীম ওসমান বাহিনীর দুর্ধর্ষ ক্যাডার, মেহেদী হাসান মেকলিনকে নারায়ণগঞ্জ ডিবি পুলিশের সহায়তায় গ্রেপ্তার করেছে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের একটি টিম। মেকলিন আন্তর্জাতিক ট্রাইব্যুনালের ওয়ারেন্টভুক্ত আসামী। আন্তজার্তিক অপরাধ ট্রাইবুন্যালের মামলা নং ১৬৩ তারিখ ২৫-০৩-২০২৫ তাকে গ্রেফতার করা হয়। সোমবার (৪ আগষ্ট) দুপুরে শহরের চাষাঢ়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিবি পুলিশ জানায়, জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতার ওপর হামলার মামলার অন্যতম আসামী মেকলিন। আন্দোলন চলাকালীন সময়ে সাবেক এমপি শামীম ওসমানের নেতৃত্বে চাষাঢ়ায় ছাত্র জনতার ওপর অস্ত্র নিয়ে হামলা ও গুলি চালান মেকলিন ও তার সমর্থকেরা।
এদিকে আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল মেকলিনের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করে।
নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মেকলিনকে গ্রেপ্তার করা হয়েছে। আন্তর্জাতিক ট্রাইব্যুনালের রিকুইজিশনে ডিবি পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করেছে। মেকলিনকে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের টিম ঢাকার ধানমন্ডি নিয়ে গেছে।
উল্লেখ্য, এর আগে গত ২১ ফেব্রুয়ারি অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার হন মেকলিন। পরবর্তীতে জামিনে মুক্তি পান তিনি। সংবাদ প্রকাশঃ ০৫-০৮-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন