সিটিভি নিউজ।। শাকিল মোল্লা॥ সংবাদদাতা জানান =====
দীর্ঘদিন ধরে মাদকবিরোধী কার্যক্রম পরিচালনাকারী স্বেচ্ছাসেবী সংগঠন চেতনা সংঘ-এর সদস্য সচিব সাইফুল ইসলাম রাজীবের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা চেতনা সংঘের সাম্প্রতিক মাদকবিরোধী অভিযানের সঙ্গে জড়িত কুখ্যাত মাদক ব্যবসায়ীরা বলে জানা গেছে।
ঘটনার সূত্রপাত গত ২৬ জুন ২০২৫ তারিখে, যখন চেতনা সংঘের সদস্য সচিব রাজীব এবং সংগঠনের অন্যান্য সদস্যরা বসন্তপুর গ্রামের আনোয়ার হোসেন ভুট্টু ও আশিষ পাল-এর কাছ থেকে মাদক উদ্ধার করেন। এ অভিযান ফুলগাজী থানার সহযোগিতায় সম্পন্ন হয়।
এর জেরে, গত ২ আগস্ট বিকেলে পূর্বপরিকল্পিতভাবে আনোয়ার হোসেন ভুট্টু, আশিষ পাল, ভুট্টুর মা ও ভাই আমজাদ হোসেন বিল্লু মিলে সাইফুল ইসলাম রাজীবের পথরোধ করে তার উপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা রাজীবের ব্যবহৃত মোবাইল ফোন, মোটরসাইকেল ও সাথে থাকা নগদ ১ লাখ টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
হামলার পরদিনই ফুলগাজী থানায় একটি লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়। পুলিশ ৩ আগস্ট অভিযুক্তদের ধরতে অভিযান চালায়, তবে অভিযুক্তরা আগেই পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
চেতনা সংঘের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে রয়েছে এবং ভবিষ্যতেও আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় অভিযান অব্যাহত থাকবে। সংগঠনটির এমন সাহসী ভূমিকাকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা গেছে, চেতনা সংঘ বসন্তপুর ও আশপাশের এলাকায় তরুণ প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম এবং তথ্যভিত্তিক অভিযান পরিচালনা করে আসছে। সংবাদ প্রকাশঃ ০৫-০৮-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=