জামালপুর জেলায় নাশকতার মামলায় আ.লীগ ও অঙ্গ সংগঠনের ৬ নেতা গ্রেফতার

সিটিভি নিউজ।। কামরুজ্জামান কানু জামালপুর সংবাদদাতা জানান === জামালপুরে নাশকতার মামলায় আওয়ামী লীগ, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৬ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (০২ আগস্ট) দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

এরআগে ১ আগস্ট রাতে জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে, সরিষাবাড়ি উপজেলার ডোয়াইল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারন সম্পাদক রকিবুল ইসলাম ফরহাদ, জামালপুর শহর আওয়ামী লীগের ৪ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক আয়নাল হক, মাদারগঞ্জ উপজেলার কড়াই চড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান, আদারভিটা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, মেলান্দহের কুলিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সেচ্ছাসেবক লীগের সভাপতি রাসেদ মিয়া (৪৩) এছাড়া বকশীগঞ্জ পৌর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মহসিন বকশী রয়েছে।

পুলিশ জানায়, জেলার বিভিন্ন উপজেলায় দায়ের হওয়া নাশকতা ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। পরে দুপুরের দিকে আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো.সোহেল মাহমুদ বলেন, জেলার মাদারগঞ্জ, বকশীগঞ্জ, সরিষাবাড়ি, মেলান্দহ ও সদর উপজেলা থেকে নাশকতা এবং বিশেষ ক্ষমতা আইনে দায়ের হওয়া মামলায় ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সংবাদ প্রকাশঃ ০৩-০৮-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন