ভাষাসৈনিক আবদুর রাজ্জাক মাস্টার স্মৃতি বৃত্তি প্রদান ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত

সিটিভি নিউজ।। ভাষাসৈনিক আবদুর রাজ্জাক মাস্টার স্মৃতি বৃত্তি প্রদান ও দোয়া অনুষ্ঠান আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর উপকণ্ঠ সানারপাড় অবস্থিত ফাইভ ওয়ে চায়নিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ভাষা আন্দোলনের স্মৃতিকে বুকে ধারণ করে ৭টি স্কুলের ৫২ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীসহ শতাধিক কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেয়া হয়। পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থান ও মাইলস্টোনের বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে এবং ভাষাসৈনিক আবদুর রাজ্জাক মাস্টারের বিদেহী আত্মা্র মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
‘ভাষাসৈনিক আবদুর রাজ্জাক মাস্টার স্মৃতি পরিষদ’ আয়োজিত ওই বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহামান্য রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব মোহাম্মদ সাগর হোসেন। তিনি সুশিক্ষা ও নৈতিক শিক্ষার উপর গুরুত্বারোপ করে বলেন, শিক্ষার্থীদের হাতে মোবাইল ফোন তুলে দেবেন না। প্রধান আলোচক ছিলেন ল’ রিপোর্টার্স ফোরামের সাবেক সভাপতি ও দৈনিক ইনকিলাবের বিশেষ সংবাদদাতা সাঈদ আহমেদ খান। তিনি শিক্ষার্থীদের মানসিক উৎকর্ষ সাধনে সঠিক বিনোদন ও প্রতিযোগিতার পরিবেশ তৈরি করতে এমন উদ্যোগ নেয়ায় ভাষাসৈনিক আবদুর রাজ্জাক মাস্টার স্মৃতি পরিষদকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাষাসৈনিক আবদুর রাজ্জাক মাস্টারের সহধর্মিনী মিসেস নহিজা বেগম। বাবার কর্মময় জীবনের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন দৈনিক ইনকিলাবের সিনিয়র সাব এডিটর ও ভাষাসৈনিক আবদুর রাজ্জাক মাস্টার স্মৃতি পরিষদের সদস্য সচিব মোহাম্মদ আবদুল অদুদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গণপূর্ত অধিদফতরের সহকারী প্রকৌশলী ও ঢাবি সমাজকল্যাণ এলামনাই ফোরামের সভাপতি মোহাম্মদ নওশাদুল হক, সিনিয়র সাংবাদিক গোলাম মোস্তফা রুমী, ডেমরা বিশ্ববিদ্যালয় কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর নায়লা ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী, সিদ্ধিরগঞ্জ থানার আমীর মাহবুবুল আলম, এটিএন নিউজের জেলা প্রতিনিধি হাসান মজুমদার বাবলু, পূর্ব সাহেবপাড়া জামে মসজিদের সভাপতি মোবারক হোসেন খান, সাধারণ সম্পাদক সহিদুল হক খান ঝন্টু, সফটওয়ার ইঞ্জিনিয়ার সোহেল হাসান, মাদারল্যান্ড ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা ও সাংবাদিক তরিকুল ইসলাম নয়ন, সমাজসেবক সাজেদুল ইসলাম পনি, আলহাজ আনসার আলী মাস্টার, আমিরুল ইসলাম ও মোহাম্মদ মোস্তফা প্রমুখ।
বক্তারা এ প্লাস বা বৃত্তির ক্ষেত্রে অনৈতিক পথে সন্তানকে ঠেলে না দিয়ে ভালো পড়াশোনা ও সন্তানকে নৈতিক শিক্ষায় আদর্শ মানুষ হয়ে গড়ে ওঠার উপর গুরুত্বারোপ করতে অভিভাবকদের প্রতি আহ্বান করেন। পরে অনুষ্ঠানের প্রধান অতিথি রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব মোহাম্মদ সাগর ও অন্যান্য অতিথিরা আল-হেরা ইন্টারন্যাশনাল স্কুলের দুই কৃতি শিক্ষার্থী নাকিব ও ছিাজিমসহ কোমলমতি শিক্ষার্থীদের হাতে বৃত্তির টাকা, ক্রেস্ট ও সনদ তুলে দেন। সংবাদ প্রকাশঃ ৩১-০৭-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=