বেড়াতে গিয়ে সড়কে প্রাণ গেল কুমেক হাসপাতাল কর্মচারীর

সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার, দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি/===========
কুমিল্লার দেবীদ্বারে সড়ক দূর্ঘটনায় মটর সাইকেল ও পিকাপ ভ্যানের মুখোমূখী সংঘর্ষে ফারুক (৪৩) নামে এক মোটর সাইকেল চালক নিহত হওয়ার সংবাদ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটে রোববার (২৭ জুলাই) বেলা ১ টায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্¦ার উপজেলার জাফরগঞ্জ মাজেদা আহসান মূন্সী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে।
স্থানীয়রা জানান, কুমিল্লা গামী একটি মটর সাইকেলকে দেবীদ্বারগামী একটি পিকাপভ্যান মুখমূখী সংঘর্ষে মোটরসাইকেলটি ধুমড়ে মুচরে যায়। এসময় মোটর সাইকেল আরোহী মারাত্মক আহত হলে তাকে দ্রুত দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত: ঘোষণা করেন। নিহত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র দেখে জানা যায়, মটর সাইকেল আরোহী নিহত মো. ফারুক (৪৩) কুমিল্লা সদর দক্ষিণ এলাকার গোয়াল মথন গ্রামের সফিকুল ইসলামের পুত্র। সে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের চতুর্থ শ্রেণীর কর্মচারী।
স্থানীয়রা জানান, দেবীদ্বারগামী একটি পিকাপভ্যানের সাথে মুখোমুখী সংঘর্ষে ওই মটর সাইকেল চালক নিহত হয়েছেন। নিহতের চাচাতো বোন নীলা আক্তার জানান, তার সাথে থাকা ফোন থেকে কল পেয়ে হাসপাতাল এসে নিহতের মৃতদেহ দেখতে পাই। তার চাচাতো ভাই ফারুক জাফরগঞ্জ মামার বাড়িতে বেড়াতে এসে যাওয়ার পথে এ দূর্ঘটনায় নিহত হন।
কুমিল্লা- সিলেট আঞ্চলিক মহাসড়কের মিরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ আলী জানান, এ বিষয়ে আমাকে কেউ জানায়নি। খোঁজ নিয়ে ব্যবস্থা নেব। সংবাদ প্রকাশঃ ২৯-০৭-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন