সিদ্ধিরগঞ্জে ভূমি জড়িপের নামে ঘুষ আদায় দুই সার্ভেয়ারকে ৬ ঘন্টা আটকের পর পুলিশে দিলো ছাত্র জনতা

সিটিভি নিউজ, এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ সিটির সিদ্ধিরগঞ্জে ডিজিটাল ভূমি জড়িপের নামে ঘুষ আদায়ের অভিযোগে দুই সার্ভেয়ারকে ৬ ঘন্টা অবরুদ্ধর পর পুলিশে দিলেন সিদ্ধিরগঞ্জের ছাত্র জনতা। অবরুদ্ধরা হলেন, সিদ্ধিরগঞ্জের সহকারী সেটেলমেন্ট অফিসার মো. মহসিন আলী সরদার ও সার্ভেয়ার নজরুল। বুধবার (২৩ জুলাই) নারায়ণগঞ্জ সিটির সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকায় দুপুর থেকে বিকাল পর্যন্ত প্রায় ৬ ঘন্টা অবরুদ্ধের পর পুলিশে সোপর্দ করে ছাত্র জনতা।
ভুক্তভোগী শাহজালাল বলেন, আমার জমির কাগজ সম্পূর্ণ ঠিক আছে আমি দীর্ঘদিন ধরে এই এলাকায় বসবাস করি। আমার সব ঠিক থাকার পরেও আমাকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে ৮০ হাজার টাকা চেয়েছে পরে বাধ্য হয়ে আমি ৩০ হাজার টাকা দেই তাদের। তারা এখন আরও টাকা দাবি করে।
আরেক ভুক্তভোগী কামাল মিয়া বলেন, আমার দুটি বাড়ির কাগজ ডিজিটাল সার্ভে করতে তারা ৪০ হাজার করে ৮০ হাজার টাকা চায় পরবর্তীতে আমি আমাকে বলে ৪০ হাজার টাকা দিলে কাজ হবে। টাকা না দেওয়াতে আমার কাজ হয়নি তাই আজ আমরা এলাকাবাসী তাদেরকে অবরুদ্ধ করেছি আমাদের কাজ সঠিক ভাবে করে দেওয়ার জন্য। এবং যাদের থেকে টাকা নিয়েছে তাদের টাকা ফিরত দেওয়ার জন্য।
হিরাঝিল ৪নং গলির বাসিন্দা আয়েশা আক্তার বলেন, ভুমি জরিপের কাজ করতে হলে ২০ হাজার টাকা লাগবে টাকা না দিলে কোনো কাজ হবে না। মোতাহার হোসেন আমার বাড়ি দের কাঠা এই দের কাঠার জন্য ৩০ হাজার টাকা নিয়েছে।
অবরুদ্ধ থাকা সিদ্ধিরগঞ্জের সহকারী সেটেলমেন্ট অফিসার মো. মহসিন আলী সরদার বলেন, আমি কারও কাছ থেকে কোনো টাকা নেই নাই। এখানে কারা টাকা নিয়েছে তাও আমার জানা নেই। আমি কাউকে চিনি না।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলার যুগ্ম আহ্বায়ক মেহরাব হোসেন প্রভাত বলেন, ডিজিটাল সার্ভের নামে অবৈধ অর্থ লুট করে নিচ্ছে এখানকার সার্ভেয়াররা সেই অভিযোগের ভিত্তিতে এলাকাবাসীসহ আমরা ছাত্রজনতা অবরুদ্ধ করে রাখি। এখানে অর্ধশতাধিক ভুক্তভোগী আছে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শাহিনূর আলম বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। অবরুদ্ধদের এবং ভুক্তভোগীদের থানায় নিয়ে আসা হয়েছে। আমরা ঘটনার বিস্তারিত শুনে আইননুসারে পদক্ষেপ নেওয়া হবে। সংবাদ প্রকাশঃ ২৪-০৭-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=