ব্রাহ্মণপাড়ায় এক মাদকসেবীর কারাদণ্ড

সিটিভি নিউজ।। মোঃ অপু খান চৌধুরী।। সংবাদদাতা জানান====
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সজিব নামে এক মাদকসেবীকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান। সোমবার ( ২১ জুলাই ) রাতে উপজেলার সদর এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা প্রশাসন। এ সময় ব্রাহ্মণপাড়া থানার সহকারী উপপরিদর্শক শামসুদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল উপস্থিত ছিলেন। কারাদণ্ড পাওয়া সজিব ( ১৯ ) উপজেলার সদর ইউনিয়নের ধান্যদৌল এলাকার মৃত রমজান আলীর ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বড় ভাইয়ের অভিযোগের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) মাহমুদা জাহান উপজেলার সদর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় মাদকসেবী সজিব ভ্রাম্যমাণ আদালতের কাছে অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালত তাকে ১৫ ( পনেরো ) দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয় এবং নগদ একশ টাকা অর্থদণ্ড দেয়।
বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে ও আহতদের সুস্থতা কামনায় ব্রাহ্মণপাড়ায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত
মোঃ অপু খান চৌধুরী।।
ঢাকা মাইলস্টোন কলেজে মর্মান্তিক প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষক-শিক্ষার্থীদের স্মরণে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২২ জুলাই (মঙ্গলবার) দুপুরে উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান। উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা সহকারী কমিশনার ভূমি সৈয়দ ফারহানা পৃথা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শহিদুল করিম, ইসলামিক ফাউন্ডেশনের সদস্য বৃন্দ, উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান বলেন, এ বিমান দুর্ঘটনায় আমরা যে শিক্ষক শিক্ষার্থীদের হারালাম, তা জাতীর জন্য একটি অপূরণীয় ক্ষতি। দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানানো হয়। আহতদের দ্রুত আরোগ্য কামনায় বিশেষ দোয়া করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ব্রাহ্মণপাড়া উপজেলা মসজিদের পেশ ইমাম মাওলানা মোবারক হোসেন।সংবাদ প্রকাশঃ ২৩-০৭-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=