কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩

সিটিভি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

সিটিভি নিউজ।। সৌরভ মাহমুদ হারুন      কুমিল্লা প্রতিনিধি।। জানান ===
কুমিল্লা জেলার মনোহরগঞ্জে উপজেলা বাস, ট্রাক্টর ,সিএনজি
অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন।এসময় সিএনজি
অটোরিকশার থাকার আরোও ৪জন আহত হন। ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ
উপস্থিত হয়ে লাশ এবং যানবাহন হেফাজতে নেন।
শনিবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কুমিল্লা-নোয়াখালী
আঞ্চলিক মহাসড়কের নাথেরপেটুয়া পুরান বাজার এলাকায় এ দুর্ঘটনা
ঘটে।
স্থানীয়া জানায় ,সকাল সাড়ে ১০ টায় সময় হিমাচল নামক একটি বাস
(যাহার রেজিঃ নং-চট্ট-মেট্রো-ব ১১-০৭৭৩) নোয়াখালী হইতে ঢাকার
উদ্দেশ্যে রওয়ানা দিয়ে নাথেরপেটুয়া পুরাতন বাজার মহাসড়কের উপরে
এসে নিয়ন্ত্রন হারিয়ে প্রথমে একটি ট্রাক্টর ও ব্যাটারী চালিত মিশুক
এবং বৈদ্যুতিক পিলারে ধাক্কা দিয়ে নাথেরপেটুয়া বাজারগামী একটি
চলন্ত সিএনজি গাড়ীকে চাপা দেয়।ঘটনাস্থালে ৩ জন নিহত হয়
।বাকীদের আশংকাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল হাসপাতালে
চিকিৎসা জন্য পাঠানো হয়েছে ।
নিহতরা হলেন মনোহরগঞ্জ উপজেলার খিলাবাজার এলাকায় মোঃ
রাফি(২৩),নোয়াখালী জেলার পাচকুড়া গ্রামে মো
ইয়াসিন(৩২),নোয়াখালী জেলার পাচকুড়া গ্রামে শাহাদাত মিয়া ।
আহত চারজন হলো- জেলার লাকসামের বাসিন্দা ও নিহত রাফির আত্মীয়
মরিয়ম আক্তার তানহা (৭), নাবিল খান (১২), সিএনজি অটোরিকশার যাত্রী
আবুল হোসেন (৬৫) ও বাসযাত্রী মাহাফিয়া বেগম (৪৩)।
পুলিশ ফাঁড়ির ইনর্চাজ (উপ-পরিদর্শক) মো. জাফর ইকবাল বলেন,সকালে
নোয়াখালী থেকে ঢাকাগামী হিমাচল পরিবহনের বাসটি বেপরোয়া
গতিতে এসে প্রথমে একটি ট্রাক্টর, ইজিবাইক ও বৈদ্যুতিক
খুঁটিতে ধাক্কা দেয়। এরপর বাসটি যাত্রীবাহী ওই অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার
করে হাসপাতালে নিয়ে যায়। এদের মধ্যে আবুল হোসেনকে ঢাকা
মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংবাদ প্রকাশঃ  ১-৯-২০২১ইং । (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে/লিংকে ক্লিক করুন=  

Print Friendly, PDF & Email