আড়াইহাজারে আবারো যুবদল নেতারসহ দুই বাড়িতে ডাকাতি

সিটিভি নিউজ, এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বড়মনোহরদী গ্রামে ব্রাহ্মন্দী ইউনিয়ন যুবদলের সভাপতি শাহাদাত হোসেনের বাড়ীসহ দুই বাড়তে আবারো ডাকাতির ঘটনা ঘটেছে। রবিবার (২০ জুলাই) শেষরাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। এছাড়া একই রাতে খাগকান্দা ইউনিয়নের কাকাইলমোড়া গ্রামেও ডাকাতির ঘটনা ঘটেছে।
বড় মনোহরদী গ্রামের ডাকাত কবলিত বাড়ীর মালিক যুবদল নেতা শাহাদাত হোসেন জানান, ডাকাত দল তার পাকা ভবনের কেঁচি গেইটের তালা কেটে ভিতরে প্রবেশ করে পরিবারের লোকজনদেরকে অস্ত্রের মুখে একটি কক্ষে জিম্মি করে হত্যার হুমকী দিয়ে ডাকাত দল তার বাড়ী থেকে ২১ ভরি ওজনের স্বর্ণালংকার, নগদ আড়াই লাখ টাকা, ১টি দামী মোবাইল ফোনসহ অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়।
অপরদিকে একই রাতে উপজেলার খাগকান্দা ইউনিয়নের কাকাইলমোড়া গ্রামের আসমত ফকিরের বাড়ীতে প্রবেশ করে একদল ডাকাত একই কায়দায় গৃহকর্তৃ কুলসুমসহ পরিবারের লোকজনদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৫ লাখ টাকা, ৫ ভরি ওজনের বিভিন্ন প্রকার স্বর্ণালংকার এবং অন্যান্য মালামাল লুটে নেয়।
আড়াইহাজার থানার ওসি (তদন্ত) সাইফউদ্দিন জানান, খবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। সংবাদ প্রকাশঃ ২১-০৭-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন