শহীদ জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে নারায়ণগঞ্জে জাসাসের মানববন্ধন

সিটিভি নিউজ, এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি অবমাননা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে শনিবার (১৯ জুলাই) সকালে মানববন্ধন করেছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জাসাস।
জাসাস কেন্দ্রীয় কমিটির কর্মসূচীর অংশ হিসাবে গতকাল নারায়ণগঞ্জ লিংরোড নতুন কোর্ট এর সামনে নারায়ণগঞ্জ জেলা জাসাস ও প্রেস ক্লাবের সামনে মহানগর জাসাস এর মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। নারায়ণগঞ্জ জেলা জাসাস সাধারণ সম্পাদক মাহাবুব মোল্লার সঞ্চালনায় প্রধান অতিথি বক্তব্য রাখেন, জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহবায়ক আনিসুল ইসলাম সানি, বিশেষ অতিথি ছিলেন, জাসাসের যুগ্ম আহবায়ক শাহ্ বিল্লাল, নারায়ণগঞ্জ মহানগর জাসাসের সভাপতি হারুন-অর-রশিদ স্বপন, সভাপতিত্ব করেন জেলা জাসাস সিনিয়র সহসভাপতি এমএ লতিফ তুষার।
উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা জাসাস সিনিয়র যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন রানা, নারায়ণগঞ্জ জেলা জাসাস সাংগঠনিক সম্পাদক সুমন, রূপগঞ্জ থানা জাসাস সাধারণ সম্পাদক মিসির আলী, বন্দর থানা সভাপতি এডভোকেট আব্দুল মতিন, নারায়ণগঞ্জ সদর থানা সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, জেলা জাসাস দপ্তর সম্পাদক হালিম মুসা, আড়াইহাজর পৌর জাসাস সিনিয়র সহসভাপতি তাহের আলী, সাধারণ সম্পাদক শাহকামাল, তারাব পৌর সাধারণ সম্পাদক রনি আহমেদ, জাসাস মহিলা সম্পাদক তাসলিমা দেওয়ান এছাড়াও বিভিন্ন থানা পৌর জাসাস নেতাকর্মী উপস্থিত ছিলেন। সংবাদ প্রকাশঃ ১৯-০৭-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন