দেবীদ্বারে কুমিল্লা (উঃ) জেলা ও উপজেলার উদ্যোগে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সিটিভি নিউজ।।    এবিএম আতিকুর রহমান বাশার ঃ সংবাদদাতা জানান ====
লড়াই সংগ্রামের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল’র ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১১ টায় কুমিল্লা (উত্তর) জেলা ও দেবীদ্বার উপজেলা জাতীয়তাবাদী মহিলাদল’র উদ্যোগে দেবীদ্বার পৌর এলাকার গুনাইঘর ইঞ্জিনীয়ার মঞ্জুরুল আহসান মূন্সীর বাগানবাড়ির ‘শহীদ জিয়া অডিটরিয়াম’-এ ওই প্রতিষ্ঠা বার্ষিকী উদযপন করা হয়।
কুমিল্লা (উত্তর) জেলা জাতীয়তাবাদী মহিলাদল’র সভাপতি ও দেবীদ্বার উপজেলা পরিষদ’র সাবেক ভাইস চেয়ারম্যান সুফিয়া বেগম’র সভাপতিত্বে এবং কুমিল্লা (উত্তর) জেলা জাতীয়তাবাদী মহিলাদল’র আইন বিষয়ক সম্পাদক রেহানা আক্তার’র সঞ্চালনায় ভার্চুয়েলে প্রধান অতিথি হিসেবে ছিলেন কুমিল্লা (উত্তর) জেলা বিএনপি’র সহ-সভাপতি মাজেদা আহসান মূন্সী, বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা (উত্তর) জেলা বিএনপি’র যুগ্ম-সাধারন সম্পাদক ও সাবেক চান্দিনা পৌর মেয়র শাহ মোঃ আলমগীর খান, দেবীদ্বার উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন।
অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন, দেবীদ্বার উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ সাহাজ উদ্দিন সাজু, কুমিল্লা (উত্তর) জেলা জাতীয়তাবাদী মহিলাদল’র সহ-সভাপতি ও দাউদকান্দি উপজেলা সভাপতি হাছিনা ভূঁইয়া, কুমিল্লা (উত্তর) জেলা জাতীয়তাবাদী মহিলাদল’র সহ-সভাপতি ও চান্দিনা উপজেলা সভাপতি জেসমিন আক্তার, কুমিল্লা (উত্তর) জেলা জাতীয়তাবাদী মহিলাদল’র আইন বিষয়ক সম্পাদক এডভোকেট রেহানা আক্তার, কুমিল্লা (উত্তর) জেলা জাতীয়তাবাদী মহিলাদল’র কোষাধ্যক্ষ ও দেবীদ্বার উপজেলা সাধারন সম্পাদক নার্গিস আক্তার, কুমিল্লা (উত্তর) জেলা জাতীয়তাবাদী মহিলাদল’র পল্লী উন্নয়ন ও সমবায় সম্পাদক লাকী ফেরদৌসী, মুরাদনগর জাতীয়তাবাদী মহিলাদল’র নেত্রী এডভোকেট তাছলিমা আক্তার, যুবদল দেবীদ্বার উপজেলা আহবায়ক মোঃ মাসুম খন্দকার, রসুলপুর ইউনিয়ন যুবদল আহবায়ক মোঃ মহসীন সরকার, দেবীদ্বার পৌর বিএনপি’র যুগ্ম-সাধারন সম্পাদক মোঃ জসীম উদ্দিন, দেবীদ্বার উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মোঃ জামাল উদ্দিন, দেবীদ্বার পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ সফিউল্লাহ মানিক, প্রচার সম্পাদক মোঃ জাকির হোসেন, দেবীদ্বার পৌর বিএনপির সাধারন সম্পাদক শিল্পী আক্তার প্রমূখ।
এসময় ভার্চুয়েলে ভিডিও কলে বক্তব্য রাখেন কুমিল্লা (উত্তর) জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক কুমিল্লা-৪ দেবীদ্বার নির্বাচনী এলাকার সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মূন্সী।
বক্তারা আরো বলেন জাতীয়তাবাদী মহিলা দল বাংলাদেশের একটি অন্যতম প্রধান মহিলাদের স্বার্থ রক্ষার দল। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র পৃষ্টপোষকতায় ১৯৭৮ সালের ৯ সেপ্টেম্বর জাতীয়তাবাদী মহিলা দল’র আত্মপ্রকাশ ঘটে। আজ মহিলা দলটি লড়াই- সংগ্রামের মধ্য দিয়ে ৪৩ বছর পার করে এসেছে।    সংবাদ প্রকাশঃ  ১১-৯-২০২১ইং । (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে অথবা লিংকে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ