নওগাঁয় কনস্টেবলকে চড়থাপ্পড়ের ঘটনায় বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

সিটিভি নিউজ।। মোহাম্মদ আককাস আলী :সংবাদদাতা জানান ===== নওগাঁয় এক পুলিশ কনস্টেবলকে প্রকাশ্যে চড়থাপ্পড় মারার ঘটনায় বিএনপির এক নেতার বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযুক্ত মামুনুর রহমান নওগাঁ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক। ভুক্তভোগী পুলিশ কনস্টেবলের নাম আমিনুল ইসলাম। তিনি সদর ট্রাফিক বিভাগে কর্মরত।
গত মঙ্গলবার রাতে আমিনুল ইসলাম নিজেই বাদী হয়ে নওগাঁ সদর থানায় মামলা করেন। মামলায় মামুনুর রহমান রিপনের পাশাপাশি অজ্ঞাতপরিচয় আরও সাত থেকে আটজনকে আসামি করা হয়েছে।
মামলার সূত্রে জানা যায়, গত সোমবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের মুক্তির মোড় এলাকায় দায়িত্ব পালন করছিলেন কনস্টেবল আমিনুল। ওই সময় জেলা ছাত্রদলের একটি মিছিল ওই সড়ক দিয়ে যাচ্ছিল। একই সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশা থেকে নামেন মামুনুর রহমান। যানজট সৃষ্টি হওয়ায় কনস্টেবল আমিনুল রিকশাচালককে সরে যেতে বললে মামুনুর রহমান ক্ষিপ্ত হয়ে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন এবং আমিনুল ইসলামকে প্রকাশ্যে চড়থাপ্পড় মারেন। তাঁর সঙ্গে থাকা আরও সাত থেকে আটজন যুবকও কনস্টেবলকে লাঞ্ছিত করেন। পাশাপাশি আওয়ামী–দোসর ট্যাগ দিয়ে কনস্টেবল আমিনুল ইসলামকে নওগাঁ ছাড়া করার হুমকি দেন। এ ঘটনায় ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ওই কনস্টেবল আমিনুল ইসলাম বলেন, ‘রিকশাচালককে সরে যেতে বলায় মামুনুর রহমান আমাকে গালিগালাজ করেন। আমার দুই গালে একাধিকবার চড়থাপ্পড় মারেন এবং বাড়ি কোথায় জানতে চান। ঘটনার ভিডিও মামলার এজাহারের সঙ্গে সংযুক্ত করেছি।’
অভিযোগের বিষয়ে জানতে মামুনুর রহমান রিপনের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তা বন্ধ পাওয়া যায়।
জেলা বিএনপির সদস্যসচিব বায়েজিদ হোসেন বলেন, ‘তাঁর (রিপনের) এমন আচরণে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। বিষয়টি কেন্দ্রীয় নেতাদের জানানো হয়েছে।’
ওসি নূরে আলম সিদ্দিকী বলেন, ‘এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’ সংবাদ প্রকাশঃ ১৭-০৭-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন