চৌদ্দগ্রামে নকল করার দায়ে আলিম পরীক্ষার্থী বহিষ্কার

সিটিভি নিউজ।। মনোয়ার হোসেন, কুমিল্লা: কুমিল্লার চৌদ্দগ্রামে আলিম পরীক্ষা-২০২৫ চলাকালে অসদুপায় (নকল) অবলম্বনের দায়ে নাজনীন সুলতানা নামে এক আলিম পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নাজনীন সুলতানা ধোড়করা কাদেরিয়া আলিম মাদরাসার শিক্ষার্থী বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসা পরীক্ষা কেন্দ্রে। বিকালে চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে ।
জানা গেছে, বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল থেকে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসা পরীক্ষা কেন্দ্রে চলমান আলিম পরীক্ষার ফিকাহ্ প্রথম পত্রের পরীক্ষা চলছিল। এ সময় চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এর প্রতিনিধি হিসেবে পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে আসেন ইউডিএফ মো: আবু বকর। কেন্দ্র পরিদর্শনকালে ধোড়করা কাদেরিয়া আলিম মাদরাসার পরীক্ষার্থী নাজনীন সুলতানার কাছে হাতের লিখা একটি কাগজ (নকল) পাওয়া যায়। পরে ওই শিক্ষার্থীকে অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষা কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়। এছাড়াও তাকে এবারের আলিম পরীক্ষার অবশিষ্ট সকল বিষয়ের পরীক্ষা থেকে বহিষ্কার করা হয়েছে।
চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসা পরীক্ষা কেন্দ্রের সচিব মাওলানা আমিনুল ইসলাম মজুমদার জানান, অসদুপায় অবলম্বনের দায়ে নাজনীন সুলতানা নামে এক পরীক্ষার্থীকে চলমান আলিম পরীক্ষার পরবর্তী সকল বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ থেকে বহিষ্কার করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: জামাল হোসেন জানান, ‘পরীক্ষায় যেকোনো ধরণের অসদুপায় অবলম্বন বা পরীক্ষার সার্বিক শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে কোন ধরণের ছাড় দেওয়া হবে না। নকলমুক্ত বাংলাদেশ গড়তে চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসন সবসময় বদ্ধপরিকর।’ সংবাদ প্রকাশঃ ১৭-০৭-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=