ব্রাহ্মণপাড়ায় জমিতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রবাস ফেরত একজনের মৃত্যু

সিটিভি নিউজ।। মোঃ অপু খান চৌধুরী।। সংবাদদাতা জানান=======
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নিজের জমিতে বৈদ্যুতিক মোটরের মাধ্যমে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় মোঃ কাউসার (৩৭) নামে একজনের মৃত্যু হয়েছে। গতকাল ১৬ ই জুলাই (বুধবার) সকাল ১১ টায় তার মৃত্যু হয়। মোঃ কাউসার উপজেলার চারিপাড়া (উত্তরপাড়া) গ্রামের হাজী তাজুল ইসলামের (তরু হাজী) ছেলে। সে কিছুদিন পূর্বে প্রবাস থেকে দেশে ছুটিতে এসেছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, মোঃ কাউসার সকাল ১০ টায় তার বাড়ির উত্তর পাশের নিজ জমিতে ধানের বীজ বপণের জন্য জমি প্রস্তুত করতে গিয়েছিলেন। জমিতে বৈদ্যুতিক মোটরের সাহায্যে পানিসেচের জন্য নিজ ঘর থেকে তারের মাধ্যমে মোটরে বিদ্যুতের সংযোগ দেয়।
অসতর্কতায় কোনো এক সময় মোঃ কাউসার বিদ্যুতায়িত হয়ে জমিতে লুটিয়ে পড়েন। এ সময় পাশে থাকা তার ভাই জমির হোসেনের ডাক চিৎকারে লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়ায় একটি প্রাইভেট হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। মৃত কাউসার ব্যক্তিগত জীবনে এক সন্তানের জনক। সংবাদ প্রকাশঃ ১৬-০৭-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=