পৌরসভার জলাবদ্ধতা নিরসনে খাল সংস্কার খাল দখলের অভিযোগে ২০ স্থাপনা উচ্ছেদ একতা ব্রীকস’কে জরিমানা

সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার ঃ দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি/
কুমিল্লার দেবীদ্বার পৌর এলাকার জলাবদ্ধতা নিরসনে অবৈধ দখল উচ্ছেদ ও খাল সংস্কার কর্মসূচীর উদ্ভোধনী দিনে খাল ভরাট করে নির্মাণ করায় একতা ব্রীক্স’কে ১ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা এং ২০টি অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়েছে প্রশাসন।
বুধবার (১৬ জুলাই) সকাল সাাড়ে ১১টায় দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসাত খাঁন পৌর এলাকার উত্তর ভিংলাবাড়ি এলাকার খাল সংস্কারের উদ্ভোধন করেন। এসময় দেবীদ্বার পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার মো. রায়হানুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
খালটি সংস্কার হলে ওই এলাকার জলাবদ্ধতা নিরসনে কয়েক হাজার অধিবাসী স্বস্তি পাবেন বলে স্থানীয়রা জানান।
খাল ভরাট করে অবৈধ স্থাপনা নির্মাণ ও ‘একতা ব্রীক্স’ মাটি সংরক্ষণ করায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার মো. রায়হানুল ইসলাম ইটভাটার মাটি বাজেয়াপ্ত এবং ‘একতা ব্রীক্স’র মালিক রসুলপুর ইউপি চেয়ারম্যান মো. শাহজাহান সরকারকে ১ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়াও খাল ভরাট করে অবৈধভাবে নির্মীত প্রায় ২০টি পাকা ও অধাপাকা স্থাপনা ভেঙ্গে ফেলেন।
এসময় উপজেলা সহকারী কমিশনার ও পৌর প্রশাসক মো. রায়হানুল ইসলাম বলেন, পৌর এলাকার জলাবদ্ধতা নিরসনে খাল ও নালাগুলো উদ্ধার এবং সংস্কারের বিষয়টি দীর্ঘ প্রক্রিয়ার এবং ব্যয় বহুল। তার পরও পৌরসভার অর্থায়নে এবং স্থানীয় সরকার মন্ত্রনালয় থেকে পাওয়া নতুন একটি ভ্যাকু দিয়ে কাজ করে যাচ্ছি।
দেবীদ্বারের উল্লেখযোগ্য খাল ও নদী বিশেষ করে রসুলপুর ইউনিয়নের বুড়ি নদী, ফতেহাবাদ ইউনিয়নের মরজরা নদী, বরকামতা ইউনিয়নের খিরদ নদীসহ গুয়াদারা খাল, মরিচা খাল, মনোরাম খাল, রামপ্রাসাদ খালসহ প্রায় শতাধিক খাল বিলুপ্ত প্রায়। এগুলো সংস্কারে কোন পদক্ষেপ সরকার বা স্থানীয় প্রশাসনের আছে কিনা জানতে চাইলে,-
দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসনাত খাঁন বলেন, আমরা শুধু পৌরসভার জলাবদ্ধতা নিরসনে খাল ও নালা উদ্ধারেই সীমাবদ্ধ থাকবনা। উপজেলা পর্যায়ে বন্যার পানি ও জলাবদ্ধতা নিরসনে এবং কৃষির উন্নয়নে সকল খাল ও নালা উদ্ধারে কাজ করার উদ্যোগ নিয়েছি। ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ড, কৃষি সম্প্রসারন অধিদপ্তর, সড়ক ও জনপদ এবং ভূমি অফিসের মাধ্যমে সম্মিলিত প্রচেষ্টায় জলাবদ্ধতা নিরসনে খাল উদ্ধার ও খালের পানি গতি বৃদ্ধিতে কাজ করছি।
ছবির ক্যাপশন ঃ দেবীদ্বার দক্ষিণ ভিংলাবাড়ি গ্রামের জলাবদ্ধতা নিরসনে খাল সংস্কার করার সময় প্রশাসন অন্তঃত ২০টি পাকা ও আধাপাকা অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয়ার সময় তোলা কয়েকটি ছবি। সংবাদ প্রকাশঃ ১৬-০৭-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন