কাউন্সিলর কিবরিয়ার নেতৃত্বে ১ নং ওয়ার্ডে ১৯ জুলাই জাতীয় সমাবেশের লিফলেট বিতরণ ও গণসংযোগ

সিটিভি নিউজ।। তৌহিদ হোসেন সরকার কুমিল্লা সংবাদদাতা জানান =====
কুমিল্লা, ১৫ জুলাই (মঙ্গলবার): আগামী ১৯ জুলাই ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় সমাবেশে অংশগ্রহণকে কেন্দ্র করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে কুমিল্লা মহানগরীর ১ নং ওয়ার্ডে এক দাওয়াতি গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৫:৩০ মিনিটে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১ নং ওয়ার্ড জামায়াতের আমীর আমানউল্লাহ আমান। প্রধান অতিথি ছিলেন কুমিল্লা মহানগর জামায়াতের শুরা ও কর্ম পরিষদের সদস্য অধ্যাপক মজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১ নং ওয়ার্ডের তিনবারের নির্বাচিত সাবেক কাউন্সিলর কাজী গোলাম কিবরিয়া।
কর্মসূচি পরিচালনা করেন ওয়ার্ড সেক্রেটারি নাজমুল হাসান রবিন এবং সহযোগিতা করেন ওয়ার্ড অর্থ সম্পাদক শফিউল আলম। গণসংযোগে আরও উপস্থিত ছিলেন নুরে আলম, আব্দুর রশিদ, আব্দুর রহিম, আলী হোসেন, আনিসুর রহমান, রিয়াজুল আলম, সাকিব সাইফুল্লাহ, মো. রুবেল, বাপ্পি মিয়া, মো. বাদল, মো. শাহিন মিয়া, মো. এরশাদ, মো. মিন্টু, মো. আজাদ, মো. নুরুজ্জামান ও মাহে আলম প্রমুখ।
গণসংযোগকালে নেতৃবৃন্দ আগামী ১৯ জুলাই ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় সমাবেশের সাত দফা দাবি জনতার সামনে তুলে ধরেন। তারা বলেন, “ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং জনমানুষের অধিকার রক্ষার আন্দোলনকে বেগবান করতেই এই কর্মসূচি।”
জাতীয় সমাবেশের সাত দফা দাবি:
১️ লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ।
২️ জুলাইসহ সকল গণহত্যার বিচার।
৩️ প্রয়োজনীয় মৌলিক সংস্কার।
৪ জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন।
৫ জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবার পুনর্বাসন।
৬ পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন।
৭ এক কোটির বেশি প্রবাসীর ভোটাধিকার নিশ্চিত করা।
লিফলেট বিতরণ ও গণসংযোগে স্থানীয় জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন এবং ১৯ জুলাইয়ের সমাবেশে যোগদানের অঙ্গীকার ব্যক্ত করেন। সংবাদ প্রকাশঃ ১৫-০৭-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=