১৯ জুলাই ঢাকার সমাবেশ সফল করতে কুমিল্লায় জামায়াতের স্বাগত মিছিল

সিটিভি নিউজ।। তৌহিদ হোসেন সরকার কুমিল্লা,সংবাদদাতা জানান =====
আগামী ১৯ জুলাই রাজধানী ঢাকায় অনুষ্ঠিতব্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশকে স্বাগত জানিয়ে এবং সমাবেশকে সর্বাত্মকভাবে সফল করার লক্ষ্যে ১১জুলাই শুক্রবার কুমিল্লা মহানগরীতে একাধিক স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেল ৫:৩০ মিনিটে মহানগরীর ১, ২ ও ৪ নং ওয়ার্ডের নেতাকর্মীরা মুন্সেফ কোয়ার্টার মসজিদ থেকে মিছিল বের করেন। মিছিলটি আদালত চৌমুহনী, রেজিস্ট্রি অফিস হয়ে মগবাড়ি চৌমুহনী প্রদক্ষিণ করে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এছাড়া শনিবার বাদ আছর মহানগরীর ৬ ও ৫ নং ওয়ার্ডের উদ্যোগে আরেকটি বিশাল মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে মোগলটুলী চৌমুহনীতে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিলে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুমিল্লা মহানগরীর সহকারী সেক্রেটারি ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ মোঃ মোশাররফ হোসাইন, যুব ও ক্রীড়া বিভাগের মহানগর টিম সদস্য মোঃ ইসমাইল হোসেন, পাঁচথুবী ইউনিয়ন আমীর কাজী মোঃ আব্দুল কাদের, ৬ নং ওয়ার্ড আমীর মোঃ মোজাম্মেল ইসলাম, ৫ নং ওয়ার্ড আমীর আবুল কালাম আজাদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহানগরী উত্তরের সভাপতি এস এম কলিমুল্লাহ এবং ছাত্রনেতা রাসেলসহ যুব, শ্রমিক ও বিভিন্ন বিভাগের নেতৃবৃন্দ।

১ নং ওয়ার্ডের মিছিলে নেতৃত্ব দেন সাবেক তিনবারের জনপ্রিয় নির্বাচিত কাউন্সিলর ও জননেতা কাজী গোলাম কিবরিয়া। এছাড়া উপস্থিত ছিলেন ১ নং ওয়ার্ড আমীর আমানুল্লাহ, ২ নং ওয়ার্ড আমীর মোহাম্মদ শেখ ফরিদ, ৪ নং ওয়ার্ড আমীর মোঃ মোয়াজ্জেম হোসেন, ১ নং ওয়ার্ড সেক্রেটারি নাজমুল হাসান রবিন, বিশিষ্ট সমাজসেবক কাজী সাইফুল ইসলাম, শফিউল আলম, কাজী গিয়াস উদ্দিন, এডভোকেট আবু তাহের, আবু নোমান সোহেল, টিপু সুলতান, আলাউদ্দিন মাহফুজ প্রমুখ।

নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, “১৯ জুলাইয়ের জাতীয় সমাবেশ হবে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক মাইলফলক। ইনশাআল্লাহ, এই সমাবেশ আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

মিছিলে অংশগ্রহণকারীরা জাতীয় সমাবেশে সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে আহ্বান জানান এবং সমাবেশকে সফল করার অঙ্গীকার ব্যক্ত করেন। সংবাদ প্রকাশঃ ১২-০৭-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন