বীরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টারে অনিয়ম, ৬০ হাজার টাকা জরিমানা

সিটিভি নিউজ।। মোঃ নাজমুল ইসলাম (মিলন) দিনাজপুর প্রতিনিধি – স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত তদারকি কার্যক্রমের অংশ হিসাবে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পৌর শহরে অবস্থিত দুটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে এ অভিযান পরিচালনা করা হয়।
৯ জুলাই বুধবার দুপুরে জাতীয় ভাক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের জেলার সহকারী পরিচালক মাঃ বারহান উদ্দিন এবং বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আফরাজ সুলতানা লুনার নেতৃত্বে যৌথভাবে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে দেশ ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সটার এবং পেশেন্ট কেয়ার ডায়াগনস্টিক সেন্টারে পরিদর্শন কালে প্রশাসনিক ও চিকিৎসা সংক্রান্ত অনিয়মের প্রেক্ষিতে ভাক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী দুই প্রতিষ্ঠানকে ৬০,০০০ টাকা জরিমানা করা হয়।
দেশ ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ভাক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩০,০০০ টাকা ও পেশেন্ট কেয়ার ডায়াগনস্টিক সেন্টারে ৩০,০০০ টাকা সহ মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা কালে সার্বিক সহযাগিতায় ছিলন মেডিকেল অফিসার ডা: নিলয় দাস, বীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লক্সের স্যানিটারি ইন্সপক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ ফরিদ বিন ইসলাম।
বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আফরাজ সুলতানা লুনা জানায়, প্রতিষ্ঠান সমূহকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়, যাতে ভবিষ্যতে সেবার মান উন্নত ও আইন মেনে পরিচালনা নিশ্চিত করে। জনস্বার্থ এ ধরনর অভিযান ভবিষ্যতও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি। সংবাদ প্রকাশঃ ১১-০৭-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=