
সিটিভি নিউজ।। চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আলকরা ইউনিয়নের দত্তসার দীঘি এলাকায় একটি পিকআপ গাড়িতে আগুন লেগে প্রায় ৪ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার (০৮ জুলাই) বিকেলে তথ্যটি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস এন্ড সিভিল স্টেশন এর স্টেশন অফিসার মো: মেহেদী হাসান সুজন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে ফায়ার সার্ভিস এর স্টেশন অফিসার মো: মেহেদী হাসান সুজন জানান, মঙ্গলবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দত্তসার দীঘি এলাকায় চট্টগ্রামমুখী লেনে একটি পিকআপ ভ্যানে (ঢাকা মেট্রো-ম-১১-২১৬৫) অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ সময় পিকআপ গাড়ীটির ইঞ্জিন সহ সামনের অংশ আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে জানা গেছে। পরে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মেহেদী হাসান সুজন আরও জানান, আগুন লাগার পর থেকেই পিকআপ ড্রাইভার ও হেলপার পলাতক থাকায় আগুন লাগার সঠিক কারণ জানতে পারিনি। প্রাথমিকভাবে ধারণা করছি, গাড়ীর ইঞ্জিন গরম হওয়ার কারণে অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে। গাড়ীটি উদ্ধার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মালিকের কাছে হস্তান্তর করা হবে। সংবাদ প্রকাশঃ ০৮-০৭-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=