Friday, July 4, 2025
spot_img
More

    সামাজিক অস্থিরতা প্রতিরোধ না করে- রাজনৈতিক দলগুলো পরস্পরের বিরুদ্ধাচরনে নেমেছেন -কমরেড পরেশকর (সিপিবি কেন্দ্রীয় প্রেসিডিয়াম মেম্বার)

    সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার ঃ কুমিল্লার (দেবীদ্বার) প্রতিনিধি/==================
    ধর্ষণ সন্ত্রাস লুটপাট খুণসহ যেকান সামাজিক অস্থিরতার প্রতিবাদ ও প্রতিরোধ না করে, তা নিয়ে রাজনৈতিক দলগুলো পরস্পরের বিরুদ্ধাচরণে নেমেছেন। কুমিল্লার মুরাদনগর নারী ধর্ষণের ঘটনাই তার উজ্জল দৃষ্টান্ত। এটা সামগ্রীকভাবে দেশের জন্য ভালো কিছু বয়ে আনছেনা। এ সংস্কৃতি থেকে আমাদের বেড়িয়ে আসতে হবে।
    বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে কুমিল্লার মুরাদনগরসহ সারাদেশে নারী ধর্ষণ, নিপিড়ণ, বলৎকার ও ধর্ষণের ছবি-ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার প্রতিবাদে ভূমিহীন সংগঠন কর্তৃক দেবীদ্বার নিউমার্কেট ‘স্বাধীনতা স্তম্ভের পাদদেশে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যদানকালে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় প্রেসিডিয়াম মেম্বার কমরেড পরেশকর এসব কথা বলেন।
    তিনি ওই মানব বন্ধনে মব সন্ত্রাস নিয়ে উৎকন্ঠা প্রকাশ করে আরো বলেন, মুরাদনগরে একটি ধর্ষণের ঘটনার ঝাঁজ উপসম না হতেই আজ (বৃহস্পতিবার ৩ জুলাই) সকালে মাদক ব্যবসার অভিযোগে বাঙ্গরা বাজার থানাধীন কড়ুইবাড়ি গ্রামের একই পরিবারের মা, ছেলে ও মেয়েকে পূর্বঘোষণা দিয়ে গণপিটুনিতে হত্যা করা হয়। মব সন্ত্রাসের কবলে আবারো ৩টি তাজা প্রাণ হারাল। দেশে আইন আছে, বিচার ব্যবস্থা আছে, প্রশাসন আছে, অপরাধীদের আইনের হাতে তুলে না দিয়ে, নিজ হাতে আইন তুলে নেয়ার প্রবনতা রুখতে না পারলে ভয়াবহ পরিস্থিতির দিকে যাবে দেশ।
    ভূমিহীন সংগঠনের নেত্রী রোকেয়া বেগম’র সভাপতিত্বে এবং যুব ইউনিয়ন কুমিল্লা জেলা সহ-সভাপতি মো. বিল্লাল হোসেন’র সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, দেবীদ্বার উপজেলা প্রেসক্লাব সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার, নিজেরা করি সংস্থা বিভাগীয় সংগঠক গুলশানআরা, সাংবাদিক সফিউল আলম রাজীব, দেবীদ্বার ভূমিহীন আঞ্চলিক কমিটির সভাপতি মোখলেসুর রহমান, সাধারন সম্পাদক গফুর মিয়া, রসুলপুর ভূমিহীন আঞ্চলিক কমিটির সাধারন সম্পাদক হান্নান মূন্সী, সাংগঠনিক সম্পাদক নিল মিয়া, ছাত্র ইউনিয়ন কুমিল্লা জেলা কমিটির সাধারন সম্পাদক দীপ্ত দেবনাথ প্রমূখ।
    মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশের আগে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কসহ উপজেলা সদরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করা হয়।

    ছবির ক্যাপশনঃ দেবীদ্বারে ধর্ষণ বিরোধী মানববন্ধনে বক্তব্য রাখছেন, প্রধান অতিথির বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় প্রেসিডিয়াম মেম্বার কমরেড পরেশকর, মানবন্ধন ও বিক্ষোভ মিছিলের ছবি সংবাদ প্রকাশঃ ০৩-০৭-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

    আরো সংবাদ পড়ুন

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -
    Google search engine

    সর্বশেষ সংবাদ

    Recent Comments