Friday, July 4, 2025
spot_img
More

    কক্সবাজারে অবৈধ বহুতল ভবনের হিড়িক, কউকের নীরবতা প্রশ্নবিদ্ধ

    সিটিভি নিউজ।। ফরহাদ রহমান রিপোর্টার কক্সবাজার============== কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোনের কলাতলী সৈকতপাড়া এলাকায় প্রভাবশালী সিন্ডিকেটের নেতৃত্বে দেদারছে চলছে অবৈধ বহুতল ভবন নির্মাণ। পাহাড় কেটে ও খাসজমি দখল করে গড়ে উঠছে একের পর এক ভবন, অথচ কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক) রহস্যজনকভাবে নিরব।

    স্থানীয়দের অভিযোগ—কউক এসব ভবনের বিরুদ্ধে মাঝে মাঝে একটি নোটিশ দিলেও পরে ঘুষের মাধ্যমে সব ম্যানেজ হয়। যারা ঘুষ দিতে ব্যর্থ হয়, তাদের ভবনে কখনো অভিযান চালানো হয়, আবার অনেক ক্ষেত্রেই কিছুই করা হয় না। ফলে ভবন মালিকদের কাছে কউকের এই দ্বিমুখী আচরণ এখন ওপেন সিক্রেট।

    সৈকতপাড়া মসজিদের দক্ষিণ পাশেই খাস খতিয়ানের পাহাড়ি জমিতে নির্মাণ হচ্ছে একাধিক ৫-৬ তলা ভবন। স্থানীয় কয়েকজন দোকানদার দাবি করেছেন, এটি একটি সমিতির উদ্যোগে তৈরি হচ্ছে এবং সমাজ কমিটির অনুমতি রয়েছে। তবে প্রকৃতপক্ষে এসব ভবনের কোনো বৈধ কাগজপত্র নেই।

    অন্যদিকে একই এলাকায় অবস্থিত ‘ম্যারিন পার্ক কটেজ’ নামক একটি ভবন গত এক মাসেই ৫ তলা পর্যন্ত সম্প্রসারিত হয়েছে, যার আগে দু’তলা ছিল। স্থানীয়রা বলছেন, কউক ও কিছু কথিত সাংবাদিককে ম্যানেজ করেই এসব অবৈধ নির্মাণ কাজ চালানো হচ্ছে।

    অনুসন্ধানে দেখা যায়, সৈকতপাড়া, শিশু উদ্যান ও আশপাশের গলিগুলোতে অর্ধ কিলোমিটারের মধ্যেই অর্ধডজনের বেশি বহুতল ভবনের নির্মাণ চলছে—সবই অনুমোদনহীন।

    এ বিষয়ে কউক চেয়ারম্যান মোঃ সালাউদ্দিন বলেন, “ওই এলাকায় অবৈধ ভবনের বিষয়ে কেউ আমাকে জানায়নি। আমি তদন্ত টিম পাঠাবো। যদি অবৈধ হয়, ব্যবস্থা নেওয়া হবে।”

    তবে তার এই বক্তব্যের পরেও দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানিয়েছেন স্থানীয়রা। সচেতন মহলের প্রশ্ন—এই অবৈধ দালানকোঠার বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ কবে। সংবাদ প্রকাশঃ ০২-০৭-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

    আরো সংবাদ পড়ুন

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -
    Google search engine

    সর্বশেষ সংবাদ

    Recent Comments