মনোহরগঞ্জে পোল্ট্রি ফার্মে ভাইরাস আক্রমন ২ হাজার মুরগি মরে যাওয়ায় সর্বশান্ত খামার মালিক

সিটিভি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

সিটিভি নিউজ।।   ইমরান হোসেন সোহাগ, মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা ঃ
কুমিল্লার মনোহরগঞ্জে পোল্ট্রি ফার্মে ভাইরাস আক্রমনে মরে গেছে প্রায় ২ হাজার মুরগি । এতে প্রায় ৪ লক্ষাধীক টাকা ক্ষতির সম্মুখিন হয়েছেন খামার মালিক জসিম উদ্দিন। বৃহস্পতিবার রাতে উপজেলা সদরের লৎসর গ্রামে জসিম পোল্ট্রি র্ফামে এ মোরগগুলো মারা যায়। সরেজমিনে শুক্রবার সকালে ঐ খামারে গিয়ে দেখা গেছে এমন চিত্র। খামারজুড়ে পড়ে আছে মৃত মোরগগুলো। পুঁজি হারিয়ে সর্বশান্ত ঐ পোল্ট্রি ফার্মের মালিক এখন অসহায়। খামার মালিক জসিম উদ্দিন জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে তার খামারে ২/১টি করে মুরগি মরতে শুরু করে। রাত ১০টার পর থেকে এর সংখ্যা বেড়ে যায়। এমন অবস্থায় দিশেহারা হয়ে পড়েন তিনি। তিনি জানান ঐ সময় কোন ঔষধেও কাজ হয়নি, মুরগি গুলো বাঁচাতে কোন চেষ্টাই কাজে আসেনি। প্রায় ৮ ঘন্টার ব্যবধানে দেড় কেজি ওজনের প্রায় ২ হাজার মুরগি কোন কিছু বোঝার আগেই মরে যায়। এতে প্রায় ৪ লক্ষাধিক টাকা ক্ষতিগ্রস্থ হওয়ার কথা জানান তিনি। তিনি আরো জানান দু-এক দিনের মধ্যে মুরগি বিক্রি করে স্থানীয় এনজিও থেকে নেয়া ঋনের কিস্তি ও দোকানীকে খাদ্যের টাকা পরিশোধ করার কথা। তার আগেই শেষ হয়ে যায় সবকিছু। কান্নাজড়িত কন্ঠে অসহায়ত্ব নিয়েই কথাগুলো বলছিলেন তিনি। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. জুলহাস আহমেদ খান এর সাথে কথা হলে রোগ সনাক্তকরনে তিনি মৃত মুরগি উপজেলা প্রাণীসম্পদ অফিসে এনে পরীক্ষা করার পরামর্শ দেন।

সংবাদ প্রকাশঃ  ১৬২০২১ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

Print Friendly, PDF & Email