
সিটিভি নিউজ।। নওগাঁয় ৩০ বছর পর (২৫ মে) রবিবার থেকে শুরু হতে হচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট। ইতিমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা। জেলার ১১টি উপজেলার দল নিয়ে নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। প্রকাশ করা হয়েছে ফিকচার। প্রতিটি উপজেলা নির্বাহী কর্মকর্তারা তাদের দল গঠন করেছে।
জেলা স্টেডিয়াম মাঠে জমকালো এক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করবেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ এমন তথ্যই জানিয়েছেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ আব্দুল আউয়াল। এমন আয়োজন জেলাজুড়ে নতুন করে ফুটবল খেলার এক জমজমাট ও উৎসবমুখর পরিবেশ ফিরিয়ে আনবে বলে মনে করছেন নওগাঁর ক্রীড়াবিদরা।
প্রকাশিত টুর্নামেন্টের ফিকচার অনুসারে আগামী ২৫মে জেলা স্টেডিয়ামে বিকেল ৩টায় উদ্বোধনী ম্যাচে পোরশা উপজেলা দল বনাম পত্নীতলা উপজেলা দল খেলবে। এরপর ২৬ মে সাপাহার উপজেলা দল বনাম আত্রাই উপজেলা দল, ২৭ মে রাণীনগর উপজেলা দল বনাম ধামইরহাট উপজেলা দল, ৩০ মে বদলগাছী উপজেলা দল বনাম নিয়ামতপুর উপজেলা দল, ৩১ মে নওগাঁ সদর উপজেলা দল বনাম মহাদেবপুর উপজেলা দল খেলবে। ফাইনাল খেলার সময়সূচি পরবর্তীতে জানানো হবে বলে ফিকচারে উল্লেখ করা হয়েছে। প্রতিটি উপজেলার প্রত্যন্ত অঞ্চলের মেধাবী ফুটবল খেলোয়ারদের নিয়ে উপজেলা ভিত্তিক দল গঠন করা হয়েছে। জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন, একটি সুস্থ্য ও মেধাবী জাতি গঠনে নিয়মিত খেলাধুলা চর্চার কোন বিকল্প নেই। কিন্তু দিন যতই যাচ্ছে ততই আমরা প্রযুক্তির অপব্যবহারে নিজেদেরকে বিলীন করে দিচ্ছি। এতে করে সমাজে নানা ধরণের অপকর্মের আধিক্য বেড়ে যাচ্ছে। বিশেষ করে যুব সমাজ, বর্তমান ও আগামীর প্রজন্মরা খেলাধুলা থেকে অনেক দূরে সরে যাওয়ার কারণে সমাজে অপরাধমূলক কর্মকান্ড বেড়েই চলেছে। অথচ যখন একজন মানুষ নিয়মিত খেলাধুলা করার সুযোগ পায় তখন সেই মানুষ ধীরে ধীরে সকল খারাপ কাজ থেকে নিজেকে দূরে রাখার চেস্টা করে। সংবাদ প্রকাশঃ ২৫-০৫-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=