Friday, May 2, 2025
spot_img
More

    কুমিল্লা সাংস্কৃতিক জোটের ধারাবাহিক নেতৃত্বের পালাবদল সম্পন্ন।। শামীম-সভাপতি, খোকন-সাধারণ সম্পাদক, শিশির- সাংগঠনিক সম্পাদক

    সিটিভি নিউজ।। মোহাম্মদ মাসুদ মজুমদার:সংবাদদাতা জানান =====
    ৩০ এপ্রিল, বুধবার, বিকাল ৫ টায় কুমিল্লা সাংস্কৃতিক জোটের “বৈশাখ অবগাহন-১৪৩২” আয়োজনের ২য় পর্ব ও ধারাবাহিক নেতৃত্বের পালাবদল জেলা শিল্পকলা একাডেমি কুমিল্লা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

    পালাবদল পর্ষদ ১৪৩২-এর আহ্বায়ক আবুল হাসানাত বাবুল এর সভাপতিত্বে এবং উদযাপন পর্ষদের সদস্য সচিব মো: আশিকুর রহমান শিশির ও সার্বিক সমন্বয়ক এড.শহীদুল হক স্বপন এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার মান্যবর জেলাপ্রশাসক মো: আমিরুল কায়সার, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মুস্তফা ফাহমিদা,রাজনীতিবিদ ও সংস্কৃতিসেবী উদবাতুল বারী আবু, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল বাশার ভূঁইয়া, ২৪ এর যোদ্ধা আবু বায়হান।

    জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। উক্ত আয়োজনে শুভেচ্ছা বক্তব্য রাখেন কুমিল্লা সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক দুলাল,আবুল হাসানাত বাবুল,অধ্যক্ষ শফিকুর রহমান, মো: আনিসুর রহমান, এড.শহীদুল হক স্বপন,কুমিল্লা ক্লাবের সাধারণ সম্পাদক আহমেদ শোয়েব সোহেল, বৈশাখ অবগাহন ১৪৩২ উদযাপন পর্ষদের সম্মানিত আহ্বায়ক বেলায়েত হোসেন কনক, রয়েল ইউনিভার্সিটির ডিন মোঃআনিসুর রহমান, বিদায়ী সভাপতি আবুল হাসানাত আজাদ,সাধারণ সম্পাদক কমল চন্দ খোকন, ডা: আতাউর রহমান জসীম, কুমিল্লা কলেজ থিয়েটারের সভাপতি অধ্যাপক মোঃ আনোয়ারুল হক,দৈনিক কুমিল্লার কাগজ সম্পাদক আবুল কাশেম হৃদয়, কুমিল্লা প্রাইভেট পলিটেকনিক্যাল ইন্সটিটিউট এর অধ্যক্ষ জাকের হোসেন। এসময় আরও উপস্থিত ছিলেন জোটের সাবেক সভাপতি অভিজিৎ সিনহা মিঠু, রাশেদা আখতার,অধ্যক্ষ শামীম, সাধারণ সম্পাদক তপন সেন গুপ্ত, উত্তম বহ্নি সেন খায়রুল আজিম শিমুল, জাহিদুর রহমান মামুন, বিল্লাল হোসেন, শাহাদাৎ হোসেন, মাসুদ মজুমদার, রেজবাউল হক রানা,এড. নাজনীন আক্তার কাজল, আফরোজা সুলতানা মিলি, আয়েশা সিদ্দিকা সোমা, এড. দিলীপ কুমার চন্দ,রতন আচার্য,তুহিন আহমেদ প্রজন্ম প্রমুখ ।

    জোটের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে ছিলো আপনজন সম্মাননা প্রদান। বৈশাখ অবগাহন-১৪৩২ এর আপনজন সম্মাননা পেয়েছেন, বিজয়পুর মৃৎশিল্প (প্রাচীন ঐতিহ্য) , দৈনিক কুমিল্লার কাগজ(মানবিক উদ্যোগে সক্রিয় পত্রিকা), উদবাতুল বারী আবু(রাজনীতিবিদ ও সংস্কৃতিসেবী), আফরোজা সুলতানা মিলি(সংগীত শিল্পী ), মো:আশিকুর রহমান শিশির (বর্ষসেরা সাংস্কৃতিক কর্মী), আবুল হাসানাত আজাদ (বিদায়ী সভাপতি), কমল চন্দ খোকন (বিদায়ী সাধারণ সম্পাদক), বেলায়েত হোসেন কনক (আহ্বায়ক, উদযাপন পর্ষদ-১৪৩২)। এছাড়াও বিশেষ স্মারক প্রদান করা হয়, কোয়ান্টাম ফাউন্ডেশন, কুমিল্লা এবং শহীদ মুগ্ধ কর্ণার,কুমিল্লা’ এবং সর্বকনিষ্ঠ শিশুশিল্পী আয়নুন হাসান’কে।
    এরপর শুরু হয় সাংস্কৃতিক পরিবেশনা। সাংস্কৃতিক পরিবেশনার অন্যতম উপসর্গ ছিলো, আলী আকাব্বর চাচার বাঁশি, ধারাবাহিক প্রকাশনা নবালোকে প্রাণের সাড়া’র মোড়ক উন্মোচন, জোটভুক্ত সংগঠনের অংশগ্রহণে গীতি আলেখ্য অনুষ্ঠান ও সর্বশেষ আয়োজন হিসেবে ছিলো অধুনা থিয়েটারের পরিবেশনায় পালানাট্য “জয়তুন বিবির পালা”। সাংস্কৃতিক পরিবেশনার সঞ্চালনায় ছিলেন সুলতানা পারভীন দ্বিপালী ও নুসরাত জাহান চৌধুরী।
    পালাবদল-১৪৩২ পর্ষদের সিদ্ধান্তের আলোকে সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যক্ষ শামীম হায়দারকে কে সভাপতি, খেলাঘর সংগঠক কমল চন্দ খোকন কে সাধারণ সম্পাদক এবং নাট্যকর্মী মো: আশিকুর রহমান শিশির কে সাংগঠনিক সম্পাদক করে ১৪৩২ বঙ্গাব্দের জন্য ৩৬ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যবৃন্দ হলেন কার্যকরী সভাপতি বেলায়েত হোসেন কনক, সভাপতি মন্ডলীর সদস্য ইউনুস উল্লাহ, এড.নাজনীন আক্তার কাজল,অধ্যক্ষ জাকের হোসেন,মাসুদ মজুমদার, রসিক কবি আব্দুল কাইয়ুম, যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ পল্লব, পপি সূত্রধর,আবদুল্লাহ আল মামুন,সহ-সাংগঠনিক সম্পাদক তানিম আহমেদ, অর্থ সম্পাদক মঈনুদ্দিন খাঁন মাহাদী, প্রকাশনা সম্পাদক এড.দিলীপ কুমার চন্দ,দপ্তর সম্পাদক নাফিজুল আলম, প্রচার সম্পাদক সাব্বির আহমেদ, সহ-প্রচার সম্পাদক কিবরিয়া হাসিব, আপ্যায়ন সম্পাদক আয়েশা সিদ্দিকা সোমা, কল্যাণ সম্পাদক শিপন হোসেন মানব, নির্বাহী সদস্য বশির আহমেদ, খায়রুল আজিম শিমুল, জাহিদুর রহমান মামুন, মো: বিল্লাল হোসেন, শাহাদাৎ হোসেন, সুলতানা পারভীন দ্বিপালী,ইমরান মাসুদ, আজাদ সরকার লিটন,নুসরাত জাহান চৌধুরী, উম্মে হাবিবা শিপু,রাজিয়া সুলতানা রোজা, জাহাঙ্গীর হোসেন মৈশান,জাকির হোসেন জুয়েল, অভিজিৎ সরকার,তাসনিমুল ইসলাম, সাদ বিন ইউসুফ,নেলী দত্ত, তুহিন আহমেদ প্রজন্ম। পরিশেষে, উদযাপন পর্ষদের আহ্বায়ক বেলায়েত হোসেন কনক উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে জোটের উত্তোরোত্তর সমৃদ্ধি কামনা করেন এবং পহেলা বৈশাখ ১ম পর্বের আয়োজনে অংশগ্রহণকারী ৩৫ টি সংগঠন ও বর্ষবরণ শোভাযাত্রায় যেমন খুশি তেমন সাজ এর ১ম স্থান অর্জনকারী কুমিল্লা কলেজ থিয়েটার,২য় স্থান অর্জনকারী ভিক্টোরিয়া কলেজ থিয়েটার ও ৩য় স্থান অর্জনকারী খেলাঘর কুমিল্লা জেলা কমিটি কে শুভেচ্ছা স্মারক প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। সংবাদ প্রকাশঃ ০১-০৫-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

    আরো সংবাদ পড়ুন

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -
    Google search engine

    সর্বশেষ সংবাদ

    Recent Comments