Monday, April 7, 2025
spot_img
More

    মুরাদনগর বাজারে ভোক্তার সাথে অসদাচরণ ও দ্রব্যমূল্য বৃদ্ধির অভিযোগ

    ছবি ক্যাপশানঃ কুমিল্লার মুরাদনগরে ক্রেতাদের সাথে অসৌজন্যমূলক আচরণকারী ফল বিক্রেতা রহিম।
    সিটিভি নিউজ।। এম ফয়জুল ইসলাম ফয়সাল, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ===============
    কুমিল্লার মুরাদনগর বাজারের এক ফল দোকানদারের বিরুদ্ধে ভোক্তার সঙ্গে অসম্মানজনক আচরণ ও নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে তরমুজ বিক্রির অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার (৪এপ্রিল) এক ক্রেতার প্রত্যক্ষ অভিজ্ঞতা ও স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, দোকানদার রহিম (পিতা: খলিল, বাড়ি: রহিমপুর) তার দোকানে তরমুজ কেনার সময় ক্রেতার সঙ্গে রূঢ় আচরণ করেন এবং শারীরিকভাবে রুখে দাঁড়ান। এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি বরাবর অভিযোগ দাখিল করেছেন ভুক্তভোগী ওই ক্রেতা।

    অভিযোগ সূত্রে জানা যায়, ক্রেতা তরমুজ নির্বাচন করার পর স্বাভাবিকের চেয়ে অধিক মূল্য চাওয়ায় বিক্রেতা রহিমের সঙ্গে বাকবিত-া শুরু হয়। একপর্যায়ে রহিম ক্রেতাকে হুমকি দেন ও উত্তপ্ত পরিস্থিতি তৈরি করলে আশেপাশের লোকজন হস্তক্ষেপ করে ক্রেতাকে সেখান থেকে সরে যেতে বাধ্য করেন।

    স্থানীয় ক্রেতারা জানান, রহিমের এমন অসৌজন্যমূলক আচরণ নতুন নয়; নিয়মিত ভোক্তাদের সঙ্গে তার বিরোধ ও অসভ্য আচরণের অভিযোগ রয়েছে। এছাড়া, বাজারের অন্যান্য কয়েকজন ব্যবসায়ী সংঘবদ্ধ হয়ে সরকারি মূল্যতালিকা উপেক্ষা করে পণ্য বিক্রি করছেন। শুধু রহিম নয় উপজেলার অন্যসব ফল বিক্রেতারা ক্রেতাদের জিম্মি করে অধিক মূল্যে ফল বিক্রি করছেন। সাধারন খেটে খাওয়া মানুষের পক্ষে অধিক মূল্যে ফল ক্রয় করা অসম্ভব। অতিরিক্ত মূল্যের প্রতিবাদ অথব, মূল্য নিয়ে দর কষাকষি করতে গেলেই কিছু অসাধু ফল বিক্রেতারা রূঢ় ব্যবহার করছেন ক্রেতাদের সাথে।

    ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী এমন আচরণের শাস্তির বিধান থাকলেও স্থানীয় প্রশাসনের কঠোর পদক্ষেপের অভাবকে দায়ী করছেন স্থানীয়রা। ভোক্তারা দাবি করেছেন, বাজারে নিয়মিত তদারকি ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হলে এমন অনিয়ম রোধ সম্ভব।

    উপজেলা সহকারী কমিশনার ভূমি বলেন, আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করতে। যাদের বিরুদ্ধে অভিযোগ থাকবে তাদের স্বচ্ছতা অনুসন্ধানে অভিযান চলবে। সংবাদ প্রকাশঃ ০৫-০৪-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

    আরো সংবাদ পড়ুন

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -
    Google search engine

    সর্বশেষ সংবাদ

    Recent Comments