কচুয়ায় স্বেচ্ছায় কৃষকদের ধান কেটে দিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ

সিটিভি নিউজ।।   মোঃ জুয়েল  রানা কচুয়া (চাঁদপুর)  প্রতিনিধিঃ চাঁদপুরের কচুয়ায় ইসলামি শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের উদ্যোগে কৃষকদের জমির ধান কেটে দেওয়া হয়েছে। মঙ্গলবার  বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির নির্দেশে কচুয়া উপজেলা ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কমিটির সভাপতি মোঃ ইমান হোসাইন জহিরের নেতৃত্বে কমিটির সকল সদস্যবৃন্দ এ ধানকাটা কর্মসূচি পালন করেন।
এসময় তারা কচুয়া উপজেলার অন্তর্ভুক্ত নাহারা গ্রামে এক গরীব কৃষকের ২৭ শতাংশ জমির ধান কেটে  দিয়ে এ কর্মসূচি পালন করেন।
এ সময় ইসলামি শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কচুয়া উপজেলা শাখার  সভাপতি মুহা.ইমান হোসাইন জহির বলেন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ঘোষিত কর্মসূচি হিসেবে ধান কাটার কর্মসূচী  বাংলাদেশের প্রতিটা উপজেলাতেই পালিত হচ্ছে, আমরা ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কচুয়া উপজেলা শাখার নেতৃবৃন্দ আজ উপজেলার ৯নং ইউনিয়নে যে কৃষকের ধান কাটলাম, চেষ্টা করলে বিভিন্ন লোকের কাছ থেকে সুদের বিনিময়ে মজুরির টাকা পরিশোধের মাধ্যমে কৃষকের ধান বদলি দিয়ে বাড়িতে নিতে পাড়তো, অথবা তার কষ্টের জমানো টাকা দিয়ে ধান গুলো কেটে বাড়িতে নিতে পাড়তো, কিন্তু আমরা ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন নেতৃবৃন্দ চিন্তা করলাম, আমরা যদি এসব লোকের ধান গুলো কেটে দিতে পারি, তাহলে এই কৃষক জমানো টাকা গুলো দিয়ে এই করোনা কালীন সময়ে  চাল/ডাল কিনে কয়েকদিন তার পরিবারের সদস্যদের নিয়ে খেতে পারবে।
তিনি আরো বলেন, আমাদের হাতে যতগুলো গরীব কৃষকের তালিকা আসছে, আমরা ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন এর উপজেলা নেতৃবৃন্দ  ধারাবাহিক ভাবে সকলের ধান কেটে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
আপনারা আমাদের জন্য দোয়া করবেন, মেহনতি মানুষের পাশে আমরা ছিলাম, আছি এবং আগামিতেও থাকবো ইনশাআল্লাহ।সংবাদ প্রকাশঃ  ২৭২০২১ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ