‘ব্রাহ্মণপাড়ায় লকডাউন অমান্য করায় ভ্রাম্যমান আদালতে জরিমানা’  “প্রশাসন ও পুলিশের যৌথ অভিযান”

সিটিভি নিউজ।।  সৌরভ মাহমুদ হারুন    সংবাদদাতা জানান ===  সর্বাত্মক লকডাউন কার্যকরে ২২ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সদর, বড়ধুশিয়া, চান্দলা এলাকায় লকডাউন অমান্য করায় উপজেলা প্রশাসন ও পুলিশ বাহিনীর যৌর্থ অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৭টি মামলায় ২ হাজার ৮ শত টাকা জরিমানা আদায় করা হয়। উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফৌজিয়া সিদ্দিকা লকডাউন না মেনে, সিএনজি, অটো রিক্সা, প্রাইভেট কার, হেলমেট বিহীন মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন ও অনুমতি বিহিন দোকান খোলা রাখা ও মাস্ক পরিধান না করায় এসব জরিমানা করা হয়। অভিযানে থানার অফিসার ইনচার্জ ওসি অপ্পেলা রাজু নাহার নেতৃত্বে পুলিশের একটি দল অংশগ্রহন করেন।

উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া সিদ্দিকা  জানান, লকডাউন চলাবস্থায় এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে। সরেজমিনে দেখা গেছে, সর্বাত্মক এ লকডাউন কার্যকর করতে জনগনকে সচেতন করার লক্ষে উপজেলা প্রশাসন, পুলিশ বাহিনী ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা কাজ করে যাচ্ছেন।সংবাদ প্রকাশঃ  ২২২০২১ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ