কুমিল্লায় মেডিক্যাল গ্যাসের নামে ক্ষতিকর কারখানার গ্যাস বিক্রি, এসএএস গ্রুপসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা

সিটিভি নিউজ।।    নেকবর হোসেন    কুমিল্লা প্রতিনিধি  জানান ==
কুমিল্লায় শ্বাসকষ্ট জনিত রোগিদের অক্সিজেন সেবায় মেডিক্যাল গ্যাসের নামে ক্ষতিকর কারখানার গ্যাস বিক্রির দায়ে এসএএস ইন্ডাস্ট্রিয়াল গ্রুপ (SAS industrial Group) কোম্পানীসহ তিন প্রতিষ্ঠানকে দুই লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে। বুধবার ভ্রাম্যমান আদালত কুমিল্লার আদর্শ সদর উপজেলার কোর্টবাড়ি বিশ্বরোড, কুমিল্লার স্টেশন মার্কেট এবং নগরীর টমছম ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে এই জরিমানা করে।
কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, অক্সিজেনের কাজে ব্যবহৃত ক্ষতিকর কারখানার গ্যাস সংগ্রহ, সংরক্ষন ও বিক্রির বিরুদ্ধে বুধবার কুমিল্লা র‌্যাব এবং জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত পরিচালনা করে। এই অভিযানে এসএএস ইন্ডাস্ট্রিয়াল গ্রুপ কোম্পানী কারখানা গিয়ে দেখা যায় তাদের উৎপাদিত ইন্ডাস্ট্রিয়াল গ্যাসকে মেডিকেল গ্যাস হিসেবে বিক্রয় করছেন।
পরে ভ্রাম্যমান আদালত এসএএস গ্রুপ কোম্পানীকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। অন্যদিকে নিয়মের ব্যত্যয় ঘটিয়ে অননুমোদিত ও অবৈধভাবে ক্ষতিকর কারখানার গ্যাসকে মেডিকেল গ্যাস হিসেবে সংগ্রহ, সংরক্ষন ও বিক্রয় করার দায়ে কুমিল্লা শহরের স্টেশন রোড এলাকার স্কাই অক্সিজেন (Sky oxygen) এবং নগরীর টমছম ব্রীজ এলাকার আয়শা অক্সিজেনকে (Aysha oxygen) ১০ হাজার করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এই অভিযানে কুমিল্লা জেলা প্রশাসন এবং ঔষুধ প্রশাসনের সর্বাত্মক সহযোগিতায় কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনি রায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
তিনি জানান, অপরাধ আমলে নিয়ে বাংলাদেশ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারা মোতাবেক উল্লেখিত টাকা জরিমানা করা হয়।
দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে নিষিদ্ধ ঘোষিত ক্ষতিকর কারখানা গ্যাসকে মেডিকেল গ্যাস হিসেবে সংরক্ষণ ও বাজারজাত করে আসছিল। নিষিদ্ধ ঘোষিত ক্ষতিকর গ্যাস সংরক্ষণ ও বাজারজাতকারীদের বিরুদ্ধে র‌্যাব ও জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।সংবাদ প্রকাশঃ  ১৪২০২১ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ