মুরাদনগরে চাঞ্চল্যকর মনির হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ইকবাল গ্রেফতার

সিটিভি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

সিটিভি নিউজ।।   মাহবুব আলম আরিফ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগরে ডাকাত সাজিয়ে শামসুদ্দিন মনির হত্যা মামলায় প্রায় ৫ বছর পর পলাতক ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ ইকবালকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে উপজেলার দারোরা ইউনিয়নের কাজিয়াতল গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। আসামী ইকবাল কাজিয়াতল গ্রামের ফজলুর রহমানের ছেলে। ২০১৫ সালের শামসুদ্দিন মনির হত্যা মামলার অন্যতম আসামী তিনি।
পুলিশ জানায়, ২০১৫ সালের ১৪ জুলাই ভোরে মুরাদনগর উপজেলার কাজিয়াতল গ্রামের ময়নাল হোসেনের বাড়িতে পাওনা টাকা চাইতে যান একই গ্রামের বিদেশ ফেরত শামসুদ্দিন মনির। এ সময় ওই বাড়ির মসজিদের ইমাম আবুল হাছান মাইকে ডাকাত ঘোষণা দিলে মামলায় অভিযুক্তরা মনিরের হাত-পা-চোখ বেঁধে পায়ের রগ কেটে নির্যাতন চালিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের বাবা মোসলেম উদ্দিন বাদী হয়ে মুরাদনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং জিআর-২২৯/১৫। সেই মামলার অন্যতম আসামী ইকবাল। মামলার পর থেকেই সে পলাতক ছিল। মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে ওসি একেএম মনজুর আলমের নিদের্শে এসআই আবদুছ সুলতানের নেতৃত্বে সঙ্গীয় এসআই আবদুল আজিজ ও মোস্তফা রেজাসহ পুলিশের একটি দর তাকে উপজেলার কাজিয়াতল গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।
মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মনজুর আলম বলেন, সে দীর্ঘদিন পলাতক ছিল। বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

সংবাদ প্রকাশঃ  ০৮২০২০ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTV NEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=

Print Friendly, PDF & Email