Thursday, February 27, 2025
spot_img
More

    নারায়ণগঞ্জ জেলাকে চাঁদাবাজ মুক্ত করে ছাড়বো : দিপু ভূঁইয়া

    সিটিভি নিউজ, এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, রমজান মাসে আপনারা দিনের বেলায় লোড আনলোড না করলে ভাল হয়। এ কাজটা রাতে করলে যানজট কিছুটা কমবে। নারায়ণগঞ্জে প্রতিটি মার্কেটে কোন ছিনতাই ও চাঁদাবাজির চেষ্টা যদি কেউ করে তাহলে চেম্বার বসে থাকবে না। নারায়ণগঞ্জ জেলাকে চাঁদাবাজ মুক্ত করে ছাড়বো।
    বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সাথে মতবিনিময় সভায় অংশ নিয়ে একথা বলেন তিনি।
    তিনি বলেন, অক্টোবর থেকে জানুয়ারি রমজানে যে জিনিসগুলো প্রয়োজনীয়, ৩৯ শতাংশ দ্রব্যমূল্যের ওপর এক্সেস আমদানি করা হয়েছে। এছাড়াও ট্যাক্স কমিয়ে বা উঠিয়ে দেয়া হয়েছে। আমরা চেম্বার থেকে মনিটরিং সেল গঠন করেছি। এই সেল নিয়ে আমরা বিভিন্ন সংস্থার কাছে যাবো। এছাড়াও আমরা হটলাইন নাম্বার চালু করবো। নির্দিষ্ট দামের বেশি কোন ব্যাবসায়ী যদি রাখে আমাদের কাছে অভিযোগ দিলে আমরা চেষ্টা করবো ভোক্তা অধিকার ও পুলিশ প্রশাসনকে নিয়ে আইনানুগ ব্যাবস্থা নেব।
    তিনি আরো বলেন, আমরাও বুঝি কিছু সিন্ডিকেটের মাধ্যমে এই দামটা বাড়ানো হয়। এই সিন্ডিকেট যেন নারায়ণগঞ্জে না থাকে সেজন্য আমরা ঐক্যবদ্ধ ভাবে কাজ করবো এবং এটাকে থামানোর চেষ্টা করবো।
    রাত হলে ট্রাক থেকে মাল রেখে দিচ্ছে। ট্রাকসহ ছিনতাইয়ের ঘটনায়ও ঘটেছে। আমরা একটি নতুন বাংলাদেশ দেখতে চাই। আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিয়ে চেষ্টা করবো এসকল কাজ যেন না হয়।
    যানজট নিরসনে চেম্বার কমিউনিটি পুলিশের মাধ্যমে অতীতে চেষ্টা করেছে। এ বছর আমরা এই কার্যক্রম আরও ব্যাপক ভাবে হাতে নেব। আপনারাও আমাদের সাথে গুরুত্বপূর্ণ পয়েন্টে আমাদের সাহায্য করবেন। যেন নারায়ণগঞ্জ শহরটা যানজটমুক্ত থাকে।
    তিনি আরো বলেন, যানজটের কারণে পরিবহন খরচ বেড়ে যায়। এটা কমানো গেলে দ্রব্যমূল্যের দাম কিছুটা হলেও কমবে। নবাব সিরাজোদ্দৌলা রাস্তা কাটা থাকায় ট্রাক যেতে পারছে না। এ সমস্যাটা অতিশিঘ্রই যেন সমাধান করা যায় সে ব্যবস্থা আমরা গ্রহন করবো। এ সময় নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালকরাসহ ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদ প্রকাশঃ ২৬-০২-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

    আরো সংবাদ পড়ুন

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -
    Google search engine

    সর্বশেষ সংবাদ

    Recent Comments