Tuesday, February 25, 2025
spot_img
More

    আমি সত্য থেকে পিছিয়ে গেলে আমাকে বন্দি করা হবে,জেলে নিয়ে যাবে… হাসনাত আব্দুল্লাহ

    সিটিভি নিউজ।। মোঃ অপু খান চৌধুরী।। সংবাদদাতা জানান ====
    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন,আমি সত্য থেকে পিছিয়ে গেলে আমাকে বন্দি করা হবে,আমাকে আয়নাঘরে নিয়ে যাবে,আমাকে জেলে নিয়ে যাবে।পরিবারের সদস্যরা মৃত্যুর ঝুঁকিতে থাকবে জেনেও আমি সত্য থেকে পিছপা হয়নি। বাংলাদেশের যে কয়েকজন মানুষ সত্য থেকে পিছপা হননি বলিষ্ঠ কন্ঠ বজায় রেখেছেন, অন্যায়ের সঙ্গে কখনো আপস করেননি, ‌তিনি হলেন মোস্তাক ফয়েজী হুজুর।

    (২৪ ফেব্রুয়ারি ২০২৫) সোমবার দুপুরে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা নাগাইশ ফয়েজিয়া রাজ্জাকিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার ২০২৫ সালের দাখিল পরীক্ষার্থীদের মিলাদ ও বিদায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। এসময় তিনি আরো বলেন, আমরা চাই না মেধাবীরা ঝরে যাক। মেধাবীরা যদি ঝরে যেতে থাকে, তখনই অযোগ্য শাসকরা সমাজ শাসন করতে থাকে। খেয়াল করে দেখবেন, অযোগ্য ক্ষমতাবান ব্যক্তিদেরই মসজিদ কমিটির সভাপতি বানায়, যেখানে সেখানে চেয়ার দিতে হয় । ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্য করে বলেন দুর্নীতির সঙ্গে কখনো আপস করা যাবে না। আপনাদের পড়াশোনা করতে হবে। জ্ঞান বৃদ্ধি করতে হবে। আপনার মধ্যে যদি তথ্যের ভান্ডার থাকে, তাহলে যেকোনো জায়গায় আপনি মোকাবিলা করতে পারবেন। সেজন্য আপনাদের প্রচুর পড়াশোনা করতে হবে। যতই কষ্ট হোক আপনারা পড়াশোনা করবেন । জীবনে কখনো কষ্ট থাকবে, কখনো ভয়ে থাকবে, কখনো আতঙ্ক থাকবে। দিনশেষে আমাদের সত্যের ওপর প্রতিষ্ঠিত থাকতে হবে। আল্লাহ যেন আমাদের সত্যের ওপর প্রতিষ্ঠিত রাখেন।

    ব্রাহ্মণপাড়া উপজেলা নাগাইশ ফয়েজিয়া রাজ্জাকিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার ২০২৫ সালের দাখিল পরীক্ষার্থীদের মিলাদ ও বিদায় অনুষ্ঠানে ইসলামি চিন্তাবিদ মাওলানা মোস্তাক ফয়েজীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রফিকুল ইসলাম ফয়েজী। বিশেষ অতিথি ছিলেন শশীদল আলহাজ আবু তাহের কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবুল হোসেন স্মরণ। সংবাদ প্রকাশঃ ২৫-০২-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

    আরো সংবাদ পড়ুন

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -
    Google search engine

    সর্বশেষ সংবাদ

    Recent Comments