কুমিল্লায় কৃতি হাফেজকে সংবর্ধনা প্রদান

সিটিভি নিউজ।।   মোঃ আবদুল আউয়াল সরকার, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ
কুরআন প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন করায় কৃতি হাফেজকে সংবর্ধনা দিয়েছেন কুমিল্লা পেশাজীবি সাংবাদিক ইউনিয়ন।
সংবর্ধনা পাওয়া হাফেজ হলেন, হাফেজ আবদুল্লাহ বিন আব্দুল আউয়াল।
শুক্রবার (১৯ মার্চ২০২১ খ্রিঃ)  দিনব্যাপী  নারায়নগঞ্জের চৌরঙ্গী পার্কে কুমিল্লা পেশাজীবি সাংবাদিক ইউনিয়নের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে ধর্মিয় শিক্ষায় কৃতিত্ব অর্জন করায় হাফেজ আবদুল্লাহ বিন আব্দুল আউয়াল এর হাতে এই সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।
সংগঠনের সভাপতি মোঃ আজিজুল হকের সভাপতিত্বে সাধারণ সম্পাদক জুয়েল রানা মজুমদারের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সহ- সভাপতি মোঃবাবর হোসেন, সহ- সভাপতি মোঃআবদুল আউয়াল সরকার,সাংগঠনিক সম্পাদক প্রদীপ মজুমদার, সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মারুফ আহমেদ কল্প, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক গোলাম কিবরিয়া,দপ্তর সম্পাদক রবিউল বাশার খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ফজলে রাব্বি, সহ- প্রচার ও প্রকাশনা সম্পাদক মাসুম বিল্লাহ,নির্বাহী সদস্য মোঃ জসিম উদ্দিন,গাজী মোঃ রুবেল, মোঃশহীদুল হক, সাধারন সদস্য, সৌরভ মাহমুদ হারুন, নারায়ন কুন্ড, সদস্য ফয়সাল মবিন পলাশ,শাফায়েত হোসেন মারুফ,মোঃজসিম উদ্দিন, খন্দকার হুমায়ূন কবির, মোঃ মোস্তাফিজুর রহমান ( সুজন), দ্বিপক বর্ধন,মোঃশরিফুল ইসলাম সুমন,খালেদ সাইফুল্লাহ, আরফান, আরমান, রনি,জনি,ইউসুফসহ অন্যান্যরা।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেডিকেয়ার জেনারেল হসপিটালের ব্যবস্হাপনা পরিচালক সাব্বির আহমেদ।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত বাংলাদেশ জাতীয় হাফেজ কল্যান সমিতি কুমিল্লার আয়োজনে ১০ পারা গ্রুপে জাতীয় হিফজুল কুরআন বৃত্তি পরীক্ষা ২০২০ এ অংশগ্রহণ করে ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে কুমিল্লা হাউজিং এস্টেট মারুফুল কুরআন হিফজ মাদ্রাসার ছাত্র হাফেজ আবদুল্লাহ বিন আবদুল আউয়াল।
এসময় উপস্থিত বক্তারা বলেন, হাফেজগণ পবিত্র কুরআনের মাধ্যমে বাংলাদেশের সম্মানকে উঁচুতে তুলে ধরবেন। বিশ্বের বুকে বাংলাদেশকে অনন্য উচ্চতায় পৌঁছাবেন। তাদেরকে বৃহৎ পরিসরে রাষ্ট্রীয়ভাবে সম্মাননা দেয়া প্রয়োজন। তারা আরও বলেন, আল্লাহ তায়ালার ঐশিবাণী আল কুরআনের ভালোবাসা বুকে লালন করেই সফলতায় পৌঁছা সম্ভব।
এ জন্য পবিত্র কুরআনের মাহাত্ব মর্যাদা আমাদের বুঝে এর কদর করতে হবে। শুধু তেলাওয়াত নয় কুরআনের মর্মার্থ অনুধাবন করে একে সমাজে প্রতিষ্ঠিত করাও মুসলমানদের দায়িত্ব বলে জানান বক্তারা।
সভাপতির বক্তব্যে সাংবাদিক আজিজুল হক বলেন, আমার অনেক দিনের সপ্ন ছিলো কুরআনের পাখিকে সম্মাননা দেয়া। আজ এ স্বপ্নের কিছুটা হলেও পূরণ করতে সক্ষম হয়েছি। এ জন্য শুকরিয়া আদায় করছি।সংবাদ প্রকাশঃ  ১৯২০২১ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ