নারায়ণগঞ্জে আদালত চালুর দাবীতে আইনজীবীদের সমাবেশ ও মানববন্ধন

সিটিভি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

সিটিভি নিউজ, এম আর কামাল, নারায়ণগঞ্জ থেকে জানান : আজকে মানুষের পেটে ক্ষুধা। আইনজীবীরাও ভাল নেই। দেশে সরকারি-বেসরকারি কিছু খোলা থাকলে কোর্ট কেন খোলা থাকতে পারবে না। আমরা কেন ভার্চুয়াল কোর্ট করবো? যে কোর্ট সম্পর্কে আমরা কিছু জানি না। আমরা স্বাস্থ্যবিধি মেনে অ্যাকচুয়াল কোর্ট করতে চাই।
১ জুলাই (বুধবার) সকালে নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গনে ভার্চ্যুয়াল কোর্ট বন্ধ করে অ্যাকচুয়াল কোর্ট চালু করার দাবিতে একথা বলেন আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. জাকির হোসেন।
এর আগে, ভার্চ্যুয়াল কোর্ট বন্ধ করে অ্যাকচুয়াল কোর্ট চালুর দাবিতে আদালতপাড়ায় সমাবেশ ও মানববন্ধন করেন আইনজীবীরা।
অ্যাড. জাকির হোসেন আরও বলেন, করোনা ভাইরাসের কারণে একসময় সবকিছুই বন্ধ ছিল। কিন্তু পরবর্তীতে দেখা গেল, সে সাথে বাংলাদেশের সরকারী বেসরকারী অফিস খুলে দেয়া হয়েছে। সমস্ত কিছুই খোলা রয়েছে। তাহলে আমরা ভার্চ্যুয়াল কোর্ট কেন করবো। তাই আমরাও স্বাস্থ্যবিধি মেনে অ্যাকচুয়াল কোর্ট করতে চাই।
এছাড়াও অ্যাড. আওলাদ হোসেন বলেন, আমাদের এই আন্দোলন সরকার বিরোধী কিংবা সরকার পতনের আন্দোলন নয়। দলমত নির্বিশেষে সাধারণ আইনজীবীরা এই আন্দোলনে শরিক হয়েছি। আজকে সারা বাংলাদেশে নিয়মতি কোর্ট না চলার কারণে বিচারপ্রার্থী মানুষ নিগৃহিত হচ্ছে। জামিনযোগ্য মানুষ আত্মসমর্পন করতে পারছে না। আইন-শৃঙ্খলা বাহিনী তাদের হয়রানী করছে। এভাবে চলতে পারে না। আমরা অ্যাকচুয়াল কোর্ট চাই।
সে সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, সিনিয়র আইনজীবী অ্যাড. রফিক আহমেদ, অ্যাড. মো. খলিলুর রহমান, অ্যাড. আজহারুল ইসলাম, অ্যাড. কাজী আব্দুল গাফ্ফার, জেলা আইনজীবী সমিতির সাবেক সিনিয়র সহ সভাপতি অ্যাড. আলী আহমেদ ভূইয়া, অ্যাড. মশিউর রহমান শাহীন, অ্যাড. জালাল উদ্দিন আহমেদ, অ্যাড. মো. কাউসার আলী শেখ, অ্যাড. খোরশেদ আলম মোল্লা, অ্যাড. নারায়ণগঞ্জ চন্দ্র ঘোষ, অ্যাড. মো. হাবিবুর রহমান হাবিব, অ্যাড. আজিজ আল মামুন, অ্যাড. আব্দুর রউফ মোল্লা, অ্যাড. মো. হারুন অর রশিদ, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাড. আবু আল ইউসুফ খান টিপু, অ্যাড. শরীফুল ইসলাম শিপলু ও অ্যাড. আশরাফুল আলম সিরাজী রাসেল সহ অন্যান্য আইনজীবীরা।

সংবাদ প্রকাশঃ  ০১২০২০ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTV NEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=

Print Friendly, PDF & Email