Sunday, February 23, 2025
spot_img
More

    ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ) ও ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে সমঝোতা স্মারক সই

    সিটিভি নিউজ।। মোহাম্মদ মাসুদ মজুমদার :সংবাদদাতা জানান ====
    ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ) ও ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে । সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের মহাখালী ক্যাম্পাসে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

    আইএসইউ উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খানের উপস্থিতিতে, আইএসইউ ট্রেজারার এইচ. টি. এম. কাদের নেওয়াজ ও ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ আশীষ কুমার চক্রবর্ত্তীর প্রতিনিধি হিসেবে প্রতিষ্ঠানটির পক্ষে সহকারী মহাব্যবস্থাপক, একেএম সাহেদ হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ।

    এই চুক্তির মাধ্যমে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার, কর্মকর্তা-কর্মচারী এবং তাঁদের পরিবারের সদস্যরা আইএসইউ’তে অনার্স এবং মাস্টার্স কোর্সে পড়াশোনার ক্ষেত্রে বিশেষ ওয়েভার ও স্কলারশীপ সুবিধা পাবেন । পাশাপাশি এখন থেকে আইএসইউ’র শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরা চিকিৎসা সেবা গ্রহণে হাসপাতালটিতে নানান সুযোগ সুবিধা পাবেন।

    অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আইএসইউ’র ব্যবসায় শিক্ষা অনুষদের ডীন প্রফেসর ড. মনজুর মোর্শেদ মাহমুদ, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডীন অধ্যাপক মো. আবুল কাশেম, আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মো: একরামুল হক, রেজিস্ট্রার মো: ফাইজুল্লাহ কৌশিক,এডমিশন ডিরেক্টর গিয়াস উদ্দিন, ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ডেপুটি ম্যানেজার মহিউদ্দিন গাজী, সিনিয়র এক্সিকিউটিভ আবুহেনা মোঃ শহিদুজ্জামান, এক্সিকিউটিভ কর্পোরেট মো জোনায়েদ হাসানসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা। সংবাদ প্রকাশঃ ১০-০২-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

    আরো সংবাদ পড়ুন

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -
    Google search engine

    সর্বশেষ সংবাদ

    Recent Comments