Sunday, February 23, 2025
spot_img
More

    দেবীদ্বারে ভিসার টাকা ফেরতের দাবীতে জানাযায় বাঁধা: ২ পক্ষের সংঘর্ষে আহত: ১০

    সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার, দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি/===========
    দেবীদ্বারে বিদেশ ফেরত ৫ যুবক তাদের ক্ষতিপুরণ দাবী করে লাশ দাফনে বাঁধাদানের ঘটনায় দুই পক্ষের সংঘর্ষঃ অন্ততঃ ১০ জন আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বেলা ২টায় কুমিল্লার দেবীদ্বার উপজেলার ধামতী ইউনিয়নের দক্ষিণখার গ্রামের জামে মসজিদ প্রাঙ্গনে।
    ধামতী ইউপি মেম্বার আবু ইউছুফ জানান, সাগর কাতার প্রবাসী ছিলেন। সাগরের ছোট ভাই হৃদয় আহমেদ বেশ কয়েকবছর পূর্বে কাতার প্রবাসী হন। সাগর ৪ বছর পূর্বে দেশে ফিরে এসে আদম ব্যবসা শুরু করেন। নিজ এলাকার ছাড়াও সিলেটসহ বিভিন্ন এলাকার প্রায় ৩০ জন লোক বিদেশে পাঠাবার কথা বলে টাকা নেন, অনেককে বিদেশ পাঠান, অনেককে পাঠাতে পারেননি। সাগরদের পরিবার দির্ঘদিন ঢাকা যাত্রাবাড়ি এলাকায় বসবাস করেন। এরই মধ্যে পাওনাদারদের চাপে পড়ে গ্রামের বাড়িটি ৩৬ লক্ষ টাকা বিক্রি করে দেন। ধামতী দক্ষিণখাড় গ্রামের মৃত আব্দুল গফুরের পুত্র ও সাগরের বাবা অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আবু তাহের(৬৫) মারা গেলে তাকে গ্রামের বাড়িতে দাফন করতে নিয়ে আসেন। পাওনাদাররা সংবাদ পেয়ে পওনা টাকার দাবীতে জানাযায় বাঁধাদেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে মারামারিহয়, বেশ কয়েকজন আহত হন। পরে স্থানীয়দের সহযোগীতায় দাফন সম্পন্ন করা হয়।
    মৃতঃ আবু তাহের মিয়ার পুত্র সাগর জানান, ঋণের চাঁপে বাড়ি বিক্রি করে পাওনাদারদের টাকা পরিশোধ করে দিয়েছি। আজ আমার বাবার জানাযার সময় প্রতিবেশী বাবুল মিয়া, তার পুত্র কাতার ফেরত ফারুক ও হেলাল এবং তাদের আত্মীয় কবির এসে বাবার জানাযায় বাঁধাপ্রদানই নয়, টাকার দাবীতে বাবার লাশ খাটিয়া থেকে ফেলে দেন। তারা দেশীয় অস্ত্র স¯্র নিয়ে আমাকে, আমার মা রফিয়া খাতুন এবং ছোট ভাই আকাশ, ফুফাতো ভাই আরাফাতসহ কয়েকজনকে বেধরক মারধর করে। আমরা ওদের থেকে ৩ লক্ষ ৫০ হাজার টাকা করে নিয়ে ফ্রি ভিসায় কাতার পাঠাই। আমার ভাই নিজ খরচে ওদের ৬/৭ মাস খাওয়া পড়ার ব্যবস্থা করেদেন। ওরা কনস্ট্রাকশন ফার্মে কাজ করতে পারবেনা বলে ৪ মাস পূর্বে দেশে চলে আসেন। এখানে আমাদের টাকার জন্য চাপ দেয়, হত্যার হুমকী দেয়। জীবনের নিরাপত্তা চেয়ে থানায় ডায়েরী করতে হয়েছে। ওরা টাকা দাবী করে জানাযায় বাঁধা দেয়।
    অপর দিকে কাতার ফেরত ফারুক জানায়, আমাদের বিদেশ নিয়ে কোন কাজ দেয়নি, আকামাও দেয়নি। আমরা বাধ্য ৫ জন দেশে ফিরে এসে সাগরকে ভিসার টাকার জন্য চাপ দেই, এলাকায় একাধিক সালিসও হয়, ফয়সালার কথা বলে গোপনে বাড়ি বিক্রি করে চলে যায়। জানাযায় ইমাম আবু ইউছুপফ পাওনাদার কেউ থাকলে সাগরদের পরিবারের সাথে যোগাযোগ করতে বলেন, এসয় আমরা পওনাদার ৫ জন উপস্থিত হয়ে জানাযার পূর্বে ৪ লক্ষ ৫০ হাজার টাকা করে দাবী করি। এসম সাগর ও তার স্বজনরা আমাদের উপর অতর্কিত হামলা চালায়। হামলায় আমি, আমার ভাই হেলাল, বাবা বাবুল মিয়াকে বেধরক মারধর করে। এতে আমার বাবার একটি দাত পড়ে যায়।
    এ ব্যাপারে দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ জানান, দক্ষিণখাড় গ্রামের কাতার ফেরত সাগর নামে এক যুবক দেশে এসে আদম ব্যবসা শুরু করেন। বেশ কিছু লোকজন থেকে টাকা নিয়ে কাতার পাঠান। ওদের কয়েকজন ভিসা এবং আকামা সমস্যায় দেশে ফিরে আসেন। এরই মধ্যে ঋণের চাপে গ্রামের বাড়ি বিক্রি করে ঢাকায় চলে যান। সাগরের বাবা (অবঃ) পুলিশ সদস্য আবু তাহের(৬০) মারা যাওয়ার কারনে জানাযা দিতে আজ গ্রামের বাড়িতে লাশ নিয়ে আসে। সংবাদ পেয়ে পাওনাদাররা জানাযার আগে পাওনা টাকা পরিশোধের দাবী জানায়, এ নিয়ে তাদের মধ্যে হাতাহাতি হয়। পরে একজন আমেরিকা প্রবাসী অবসরপ্রাপ্ত বিডিআর সদস্য উভয় পক্ষকে থামিয়ে জানাযা সম্পন্ন করেন।

    ছবির ক্যাপশন ঃ মৃতঃ আবু তাহেরের জানাযার পূর্বে আমেরিকা প্রবাসী অসরপ্রাপ্ত বিডিআর সদস্য আলী আহাম্মেদ উভয় পক্ষকে থামিয়ে জানাযার আয়োজন করেন এবং মৃতঃ আবু তাহেরের পুত্র সাগর সাংবাদিকদের ঘটনার বর্ননা দেন। সংবাদ প্রকাশঃ ০৯-০২-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

    আরো সংবাদ পড়ুন

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -
    Google search engine

    সর্বশেষ সংবাদ

    Recent Comments